এক্সপ্লোর
মানুষ আপনাকে রাম মন্দির নির্মাণের জন্য ভোট দিয়েছেন, তিন তালাক আইনের জন্য নয়, মোদীকে তোগাড়িয়া

নয়াদিল্লি: দেশের মানুষ রাম মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তিন তালাক বিরোধী আইনের জন্য নয়। বললেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আক্রমণ শানিয়ে তোগাড়িয়া বলেছেন, সরকার রাম মন্দির নির্মাণে সচেষ্ট হোক, এ জন্য আইন আনুক তারা। মানুষ তিন তালাক প্রথা অবলুপ্ত করার জন্য আপনাকে ভোট দেয়নি, ভোট দিয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য। তাঁর কথায়, সরকার তিন তালাক নিয়ে আইন আনবে কি আনবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু রাম মন্দির নিয়ে আইন অবশ্যই আনা হোক, যাতে দ্রুত তা নির্মাণ করা যায়। বিচার বিভাগে আস্থা রয়েছে কিন্তু মন্দির যেহেতু এখনও তৈরি হয়নি তাই এ জন্য আইন পাশ হওয়া জরুরি। পাশে মসজিদ না রেখেই যাতে তা তৈরি হতে পারে সেটা দেখা হোক। হিন্দুরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের অপেক্ষায় রয়েছে, তাই এটি দ্রুত নির্মিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। রাম মন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি ১৪ মার্চ থেকে শুরু হবে সুপ্রিম কোর্টে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















