(Source: ECI/ABP News/ABP Majha)
সেনাবাহিনীর জওয়ানদের খাবারের মান নিজে মনিটর করি, বললেন পর্রীকর
গাঁধীনগর: সীমান্তে পাহারায় নিযুক্ত বিএসএফ জওয়ানদের খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল দেশজুড়ে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর জওয়ানদের দেওয়া খাবারের মান তিনি নিজে খতিয়ে দেখেন বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।
মঙ্গলবার এখানে ভাইব্রান্ট গুজরাত সামিটের ফাঁকে সাংবাদিকদের বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় রয়েছে বলে তাদের ব্যাপারে তিনি বেশি কিছু বলতে পারবেন না বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। তবে বলেন, কিন্তু সেনাবাহিনীর জওয়ানদের দেওয়া খাবারের ক্ষেত্রে সন্তুষ্টির মান বেড়েছে কিনা, তা গত দু বছরে বারবার পরীক্ষা করে দেখা হয়েছে। আমি নিজে বিষয়টি খতিয়ে দেখছি।
পর্রীকর জানান, ২০১২-২০১৩ বছরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(সিএজি) একটি রিপোর্টে বেশ কয়েকটি মতামত উল্লেখ করেছিল। বলেন, সেগুলি বিবেচনা করে ব্যবস্থা নিচ্ছি আমরা। ২৬টি সেন্টারে বরফে জমিয়ে রাখা চিকেন পাঠানো হয়েছে। সম্প্রতি আমরা নির্দেশ পাঠিয়েছি, আগামী দু বছরে সব ইউনিটে খাদ্যের মান নির্নায়ক ও তদারকি সংস্থা এফএসএসএআই-এর ছাড়পত্র দেওয়া চিকেন সরবরাহ করতে হবে। এতে খাবারের মান এমনিতেই বেড়ে যাবে। প্রসঙ্গত, তেজ বাহাদুর যাদব নামে এক বিএসএফ জওয়ান ইউটিউব ভিডিওতে চাঞ্চল্যকর দাবি করেছেন যে, সীমান্তে প্রহরারত আধা সামরিক বাহিনীর সদস্যদের নিম্ম মানের খাবার দেওয়া হয়। তাঁরা বেশ কিছু প্রাপ্য পরিষেবা থেকেও বঞ্চিত।