এক্সপ্লোর
Advertisement
গভীর রাতে বেনারসের রাস্তায় প্রধানমন্ত্রী, গেলেন বিএইচইউ-এর বিশ্বনাথ মন্দিরে
বারাণসী: উত্তর প্রদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত রয়েছেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সেখানেই গতকাল গভীর রাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-এর বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করলেন তিনি।
মন্দির দর্শনের পর প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গীরা ঘোরেন স্থানীয় রবীন্দ্রপুরী, সোনারপুরা, গোধূলিয়া, জ্ঞানবাপীর রাস্তাঘাটে। তারপর লোহটিয়া হয়ে পৌঁছন কবীরচৌরায়। পিপলানি কাটরা মোড়ে সন্ত কবীরের মূর্তি দর্শন করেন। তারপর যান সঙ্গীতকারদের পাড়ায় তৈরি হওয়া ‘হেরিটেজ ওয়াক’ পরিদর্শনে। এরপর লহুরাবীর, তেলিয়াবাগ হয়ে নদেসরের দূরদর্শন টাওয়ার ঘুরে দেখেন। অবশেষে ফিরে যান তাঁর হোটেল ডিজেল রেল কারখানা বা ডিরেকা হোটেলে।
[embed]https://twitter.com/ANINewsUP/status/1018230237220491279?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1018230237220491279&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fpm-narendra-modi-inspect-varanasi-in-late-night-paid-obeisance-at-kashi-vishwanath-temple-in-bhu-913301[/embed]
বেনারস কেন্দ্র থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। এর আগে বহুবার তিনি নিজের কেন্দ্রে এসেছেন। কিন্তু গভীর রাতে রাস্তায় ঘুরে শহর পরিদর্শন এই প্রথম। প্রায় ১ ঘণ্টা চলে এভাবে বেনারস সফর। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যান, মাঝরাতেও সে সব রাস্তায় ভিড় জমান কৌতূহলী মানুষজন। তাঁদের হাত তুলে নমস্কার করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement