এক্সপ্লোর
Advertisement
পাঁচ কোটি বিপিএল পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে কেন্দ্র
নয়াদিল্লিঃ দারিদ্র্যসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ জন্য বরাদ্দ হয়েছে আট হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ মে এই প্রকল্পের সূচনা করবেন।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৭ মার্চ, ২০১৫ থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১৩ লক্ষ পরিবার রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছে। এর ফলে সরকারের হাতে যে অতিরিক্ত অর্থ এসেছে সেটা ব্যবহার করা হচ্ছে নতুন এই প্রকল্পে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা’। ১ মে উত্তরপ্রদেশের বালিয়ায় এই প্রকল্পের সূচনার পর ১৫ মে গুজরাতের দাহুদে আরও একটি অনুষ্ঠান হবে।
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ১.১৩ কোটি পরিবার রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়ে বাজারের মূল্যে রান্নার গ্যাস নিচ্ছেন। এর অর্ধেক পরিবারই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক ও তামিলনাড়ুর। মহারাষ্ট্রের ১৬.৪৪ লক্ষ পরিবার রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছে। উত্তরপ্রদেশে এই সংখ্যাটা ১৩ লক্ষ। দিল্লির ৭.২৬ লক্ষ পরিবার ভর্তুকি ছেড়ে দিলেও মোদীর নিজের রাজ্য গুজরাতের মাত্র ৪.২ লক্ষ পরিবার ভর্তুকি ছেড়েছে।
১.১৩ কোটি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছাড়ার ফলে সরকার প্রায় পাঁচ কোটি টাকা সঞ্চয় করতে পেরেছে। এরই সাহায্যে গত এক বছরে ৬০ লক্ষ গরিব পরিবারকে নতুন সংযোগ দেওয়া হয়েছে। এবার নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রথম বছরে দেড় কোটি বিপিএল পরিবারকে নতুন সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের সাহায্যে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পাওয়ার যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement