এক্সপ্লোর
Advertisement
২২ শে ২দিনের ফ্রান্স সফরে মোদি, আলোচনায় প্রতিরক্ষা, পরমাণু শক্তি, সন্ত্রাস দমন, যাবেন সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনেও
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফ্রান্স পৌঁছেই সোজা সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের সঙ্গে বৈঠকে বসবেন। মোদির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন মাঁকর।
নয়াদিল্লি: ২২ আগস্ট দুদিনের সরকারি ফ্রান্স সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফ্রান্স পৌঁছেই সোজা সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের সঙ্গে বৈঠকে বসবেন। মোদির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন মাঁকর। পরদিন প্রধানমন্ত্রী দেখা করবেন ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ চার্লস ফিলিপের সঙ্গে। ১৯৫০ ও ১৯৬৬ সালে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান ভেঙে পড়ে যে ভারতীয়দের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তাঁদের সম্মানে তৈরি স্মৃতিসৌধৈর উদ্বোধন করবেন, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রতিরক্ষা, পরমাণু শক্তি, নৌসহযোগিতা, সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশের কৌশলগত সম্পর্ক জোরদার করতেই এই সফর তাঁর।
এ ব্যাপারে সচিব (আর্থিক সম্পর্ক) টি এস তিরুমূর্তি বলেছেন, আশা করা হচ্ছে, মূল কৌশলগত ও সমমনোভাবাপন্ন শরিক হিসাবে ফ্রান্স ও ভারতের সম্পর্ক দৃঢ় করা, আগামীদিনের প্রতিরক্ষা সংক্রান্ত সাজসরঞ্জাম সংগ্রহ সহ প্রতিরক্ষা বোঝাপড়া জোরদার করা, জইতাপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্র গঠনে অগ্রগতি, ভারত-প্রশান্তমহাসাগরীয় এলাকায় অপারেশন সংক্রান্ত চাহিদা, কৌশলগত ও রাজনৈতিক অগ্রাধিকার স্থির করা-এসব বিষয়েই দু্ই নেতার আলোচনা কেন্দ্রীভূত থাকবে। প্রতিরক্ষা, পরমাণু শক্তি, মহাকাশ, সন্ত্রাস দমন, নৌসুরক্ষা, সাইবার সুরক্ষা, আন্তর্জাতিক সৌর জোট, যৌথ উন্নয়নমূলক প্রকল্পের মতো মূল ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক বোঝাপড়া জোরদার করা নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছেন তিরুমূর্তি। এছাড়া, স্কিল উন্নয়ন, মহাকাশ, তথ্য ও প্রযুক্তি, সাইবার ক্ষেত্রেও আলোচনা হতে পারে।
জানা গিয়েছে, ফ্রান্স থেকে মোদি দ্বিপাক্ষিক সফরে যাবেন সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনে। সেখান থেকে ২৫ আগস্ট ফিরবেন ফ্রান্সের বিয়ারিত্জ শহরে। সেখানে জি-৭ সম্মেলনে যোগ দেবেন। প্রসঙ্গত, জি-৭ সম্মেলনে ভারত পার্টনার দেশ হিসাবে আমন্ত্রিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
অটো
Advertisement