পিএনবি-প্রতারণা: নীরব মোদী সহ ১১ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
মুম্বই: সাড়ে ১৪ হাজার কোটি টাকার পিএনবি-প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দাখিল করা আবেদনের ভিত্তিতে প্রধান অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের একটি বিশেষ আদালত।
গত সপ্তাহে ইডি আদালতে নীরব সহ অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন বিশেষ বিচারক সলমন আজমি নীরব মোদী ও তাঁর পরিবারের সদস্য সহ মোট ১১ জনের বিরুদ্ধে আর্থিক তছরুপ রোধ আইনের (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ) আওতায় গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয়।
গত মাসে পিএনবি-প্রতারণাকাণ্ডে নীরব মোদী সহ ২৩ জনের বিরুদ্ধে ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট দাখিল করে ইডি। এই তালিকায় নীরব ছাড়াও নাম ছিল তাঁর বাবা দীপক মোদী, বোন পূরবী মেটা, ভগ্নিপতি ময়াঙ্ক মেটা, ভাই নীশাল মোদী এবং আরেক আত্মীয় নেহাল মোদী। প্রসঙ্গত, পিএনবি-কাণ্ড ফাঁস হওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদী। খবরে প্রকাশ, তিনি এখন ব্রিটেনে রয়েছেন।