LIVE UPDATES: পাকিস্তানের ৭ উদ্বাস্তু হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত, সার্টিফিকেট তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
LIVE
Background
নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আজও বিক্ষোভ অব্যাহত। গতকাল উত্তাল ছিল দিল্লি। অশান্তির আশঙ্কায় আজ জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত চন্দ্রশেখর আজাদের ভীম আর্মির পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি না থাকা সত্ত্বেও জামা মসজিদ চত্বরে বিক্ষোভকারীদের সমাবেশ। চন্দ্রশেখর আজাদও সেখানে পৌঁছন। তাঁকে আটক করে পুলিশ।
#WATCH Delhi: Protest at Jama Masjid against #CitizenshipAmendmentAct Bhim Army Chief Chandrashekhar Azad also present. Azad had been earlier denied permission for a protest march from Jama Masjid to Jantar Mantar pic.twitter.com/uXK1tvO4CT
— ANI (@ANI) December 20, 2019
নাগরিক আইনের বিরুদ্ধে এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ মহিলা কংগ্রেসের।
পুলিশ আটক করে দিল্লির মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীদের।
Delhi: Police detain Delhi Mahila Congress President Sharmistha Mukherjee & other Congress workers who were protesting against #CitizenshipAct near the residence of Home Minister Amit Shah. pic.twitter.com/Qt4Ndatp7u
— ANI (@ANI) December 20, 2019
এদিকে, সতর্কতা হিসেবে উত্তরপ্রদেশের লখনউ, পিলিভিট, মোরাদাবাদ, সম্ভল সহ ২০টি জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। সম্ভলে সমাজবাদী পার্টির সাংসদ সফিকুর রহমান বর্ক ও জেলা সভাপতি ফিরোজ খান সহ কয়েকজনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রুজু হয়েছে। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। মধ্যপ্রদেশের ৪৩টি জেলায় ১৪৪ ধারা জারি। গুজরাতের আমদাবাদে শাহ আলম অঞ্চলে হিংসাত্মক ঘটনায় ৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন কংগ্রেসের কাউন্সিলর বেশ কয়েকজন।