এক্সপ্লোর
Advertisement
জম্মুতে বিজেপির পদযাত্রায় জাতীয় পতাকা উল্টো করে দেখানোর অভিযোগে এফআইআর
জম্মু: জম্মুর কাঠুয়ায় বিজেপি নেতার মিছিলে জাতীয় পতাকা উল্টো করে দেখানোর অভিযোগে এফআইআর। পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজীব জাস্তোরিয়া ও আসন্ন স্থানীয় পুর নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল দেব শর্মার সাম্প্রতিক এক পদযাত্রায় জাতীয় পতাকা উল্টো করে দেখিয়ে তার অসম্মান করা হয়েছে, এই মর্মে কাঠুয়া থানায় জাতীয় মর্যাদার অপমান রোধ আইনের ২ ধারায় (জাতীয় পতাকা বা সংবিধানের অমর্যাদা) এফআইআর দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা। বিনোদ নিঝোয়ান নামে অভিযোগকারীর দাবি, গত বৃহস্পতিবার স্থানীয় পুর নিগমের ভোটে ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শর্মা তাঁর শিবনগরের বাসভবন থেকে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, তাঁর সঙ্গে ছিলেন কাঠুয়ার বিজেপি এমএলএ জাসরোতিয়া। নিঝোয়ান একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন যাতে দেখা গিয়েছে, ২ কিমির বেশি পদযাত্রায় বিজেপি বিধায়কের ঠিক পিছনে এক ব্যক্তি জাতীয় পতাকা উল্টো করে ধরে রয়েছে। এটা জঘন্য অপরাধ ও ভারতের দেশপ্রেমিক জনগণের আবেগে আঘাত দিয়েছে বলে অভিযোগ করেছেন নিঝোয়ান। অভিযোগ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement