এক্সপ্লোর
Advertisement
'পেয়ার কা নগমা'-র সুরে ঘরে থাকার বার্তা! করোনা সচেতনতা প্রচারে গান গাইলেন পুলিশ অফিসার
ভাইরাল হল সচেতনতা প্রচারে মাইক হাতে এক পুলিশ অফিসারের গান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। গুরগাঁওয়ের রাস্তায় ঘুরে ও বিভিন্ন আবাসন চত্বরে গান গেয়ে সচেতনতা প্রচার করছেন এক পুলিশ অফিসার!
গুরগাঁও: আপাতত ২১ দিনের লকডাউনের জেরে ঘরবন্দি প্রায় গোটা দেশের মানুষ। কেবল অত্যাবশ্যকীয় কাজ ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ রুখতে একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্সিং। পরিস্থিতি সামাল দিতে ও কেউ যাতে নিয়ম না ভাঙে সেইদিকে কড়া নজর পুলিশের। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। নিয়ম ভাঙলে ব্যবস্থা রয়েছে শাস্তিরও।
তবে কেবল রক্তচক্ষু নয়, করোনা আবহে সামনে আসছে পুলিশের বিভিন্ন ভূমিকার ছবিও। এবার ভাইরাল হল সচেতনতা প্রচারে মাইক হাতে এক পুলিশ অফিসারের গান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। গুরগাঁওয়ের রাস্তায় ঘুরে ও বিভিন্ন আবাসন চত্বরে গান গেয়ে সচেতনতা প্রচার করছেন এক পুলিশ অফিসার!
অফিসারের গলায় জনপ্রিয় হিন্দি গান-'এক পেয়ার কা নগমা হ্যায়'। তবে তার পরের কথাগুলো পরিবর্তিত। প্রথম লাইনের পরের লাইন হল, 'হাম সবনে ইয়ে ঠানা হ্যায়/ মিলকে আব হামকো, করোনা কো হারানা হ্যায়।' (আমরা সবাই ঠিক করেছি, এবার আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করব)। গানের সুরে সুরে উঠে এসেছে বৃহত্তর স্বার্থে লকডাউনের নির্দেশ মেনে ঘরে থাকার আবেদনও।
ভিডিওতে দেখা যায়, আবাসনের বারন্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গান উপভোগ করছেন বহু মানুষ। বয়স্ক থেকে শিশু, সবাই রয়েছে সেই দলে। এই অভিনব প্রচার পদ্ধতি দেখে অভিভূত নেটদুনিয়াও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement