রাজনৈতিক দলগুলি আরটিআই আইনের আওতার বাইরে: নির্বাচন কমিশন
নয়াদিল্লি: কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশিকার একেবারে বিপরীতে গিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল, রাজনৈতিক দলগুলি তথ্য জানার অধিকার আইনের আওতার বাইরে।
সম্প্রতি, তথ্য জানার অধিকার আইনের আওতায় করা ৬টি রাজনৈতিক দলের প্রাপ্ত আর্থিক অনুদান জানতে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে এই ‘বিতর্কিত’ মন্তব্য করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় পাবলিক ইনফরম্যাশন অফিসারের নির্দেশিকাকে হাতিয়ার করে পুণের বাসিন্দা জনৈক বিহার ধ্রব আরটিআই মামলার মাধ্যমে জানতে চান, ইলেক্টরাল বন্ডের মাধ্যমে দেশের ৬ জাতীয় রাজনৈতিক দল—কংগ্রেস, বিজেপি, বিএসপি, এনসিপি, সিপিআই ও সিপিএম—এর তথ্য।
উত্তরে তাঁকে জানিয়ে দেওয়া হয়, কমিশনের কাছে এই সংক্রান্ত তথ্য নেই। এটা রাজনৈতিক দলগুলির সম্পর্কিত এবং তথ্য জানার অধিকারের আওতার বাইরে। আরও বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে ইলেক্টরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি কত অনুদান পেয়েছে, তা তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে পারে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন, জাতীয় রাজনৈতিক দলগুলিকে আরটিআই আইনের আওতায় নিয়ে আসে কেন্দ্রীয় তথ্য কমিশনের পূর্ণ বেঞ্চ। যদিও, সেই নির্দেশিকাকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়নি, কিন্তু, রাজনৈতিক দলগুলি কোনও আরটিআই আবেদনের জবাবও দেয়নি। এই কারণে, বহু আবেদনকারী দলগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে। সেই মামলাগুলি শীর্ষ আদালতের বিবেচনাধীন।