এক্সপ্লোর
মোদীকে টুইটারে অভিনন্দন রাহুলের, পাল্টা ধন্যবাদ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে ও বিজেপিকে অভিনন্দন জানালেন রাহুল গাঁধী।
এদিন টুইটারে তিনি লেখেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের জয়ের জন্য আমি নরেন্দ্র মোদী ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। পাল্টা, কংগ্রেস সহ-সভাপতিকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, ধন্যবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।
[embed]https://twitter.com/OfficeOfRG/status/840523033378930688[/embed] [embed]https://twitter.com/narendramodi/status/840525026906513408[/embed] বিজেপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি এদিন পঞ্জাবে দলের জয় নিয়েও প্রতিক্রিয়া জানান রাহুল। এক দশক পর সেখানে কংগ্রেস সরকার গঠন করছে। এর জন্য সেই রাজ্যের বাসিন্দাদের ধন্যবাদ জানান কংগ্রেস সহ-সভাপতি। লেখেন, দলের ওপর আস্থা ও সমর্থনের জন্য পঞ্জাবের সবাইকে ধন্যবাদ। https://twitter.com/OfficeOfRG/status/840523228258885633 এই রায় পঞ্জাব ও তার যুব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হবে। পঞ্জাবে ফলাফলের জন্য তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও সকল দলীয় কর্মীদেরও অভিনন্দন জানান। লেখেন, তাঁরা সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন। https://twitter.com/OfficeOfRG/status/840523582224580608পাশাপাশি, দেশের প্রতিটি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যেও এদিন বার্তা দেন রাহুল। লেখেন, শক্তি ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ ভারত গড়তে আমরা আমাদের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধ। তিনি মনে করিয়ে দেন, যতদিন না মানুষের হৃদয় ও মন জিতছেন, ততদিন তাঁর লড়াই চলবে।
https://twitter.com/OfficeOfRG/status/840523840870477824 https://twitter.com/OfficeOfRG/status/840523910860886017 খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















