আরএসএস-কে ভারতের বহুত্ববাদের পাঠ শিখিয়েছেন প্রণব, বললেন কংগ্রেস নেতারা
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, এক্ষেত্রে আমন্ত্রণ পাওয়া নিয়ে নয়, বক্তব্য দিয়েই বিচার করতে হবে। প্রণবের ভাষণে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে। সিংভি ট্যুইট মারফত বলেছেন, প্রথম দিন থেকেই বলেছিলাম, আমন্ত্রণ বা আমন্ত্রণকারীর পরিচয় দিয়ে কাউকে বিচার করলে হবে না। বিচার করতে হবে ওই অনুষ্ঠানে কী বললেন তা দিয়ে। শেষপর্যন্ত আমার এই কথাই প্রমাণিত হল। প্রণবদা ভাষণে তাঁর মতামত তুলে ধরেছেন। প্রথম কোনও প্রাক্তন কংগ্রেসি হিসেবে তিনি আরএসএস-কে কিছু শিক্ষা দিলেন।Happy that Mr Pranab Mukherjee told the RSS what is right about Congress' ideology. It was his way of saying what is wrong about RSS' ideology
— P. Chidambaram (@PChidambaram_IN) June 8, 2018
সিংভি বলেছেন, প্রণবদাকে আমন্ত্রণ করাটা তখনই ভালো হবে যদি আরএসএস তাঁর ভাষণ থেকে কিছু শিক্ষা নেয়।V happy that My stand from day one fully vindicated viz don’t judge a man by the invitation or the host’s identity but by wht he says and does at the event. repeated this & pranabda’s address fully vindicates this view. He Is first ex congman to preach some lessons to RSS
— Abhishek Singhvi (@DrAMSinghvi) June 7, 2018
প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা আশাপ্রকাশ করেছেন যে, আরএসএস প্রাক্তন রাষ্ট্রপতির বার্তা গ্রহণ করবে। উল্লেখ্য, গতকাল নাগপুরে আরএসএসের সদর দফতরে প্রণবকে টেলিভিশনে দেখার পরই শর্মা বলেছিলেন যে, এই ছবি ভারতে বহুত্ববাদে বিশ্বাসী মানুষকে কষ্ট দেবে। কিন্তু গতকাল প্রণবের ভাষণের পর সুর বদলে শর্মা বলেছেন, নাগপুরে প্রণবদা তাঁর ভাবমূর্তিকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছেন। গর্বিত করেছেন। আপনার চারিত্রিক দৃঢ়তা, নৈতিক সাহস, ধর্মনিরপেক্ষ সাংবিধানিক গণতন্ত্র সম্পর্কে আপনার দায়বদ্ধতা নিয়ে আমার মনে কখনও কোনও সন্দেহ ছিল না। আপনি আরএসএস-কে ভারতের বহুত্ববাদের বৈচিত্র ও সম্বৃদ্ধির বিষয়টি আরএসএস-কে জানিয়েছেন। তারা আপনার ওই বার্তা গ্রহণ করবে এবং এর প্রতিফলন ঘটাবে বলে আশা করছি।Having invited Pranabda, wld be great if RSS tried to imbibe fractionally his home truths and plain spoken verities. Learn from those whom u invite as educators and mentors!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) June 7, 2018
Pranam Pranab da, you have emerged proud and taller from Nagpur. There was never any doubt about your strength of character, moral courage, conviction and commitment to uphold the secular constitutional democracy.
— Anand Sharma (@AnandSharmaINC) June 8, 2018