এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি নির্বাচন ১৭ জুলাই, ভোটগণনা ২০ জুলাই, জানিয়ে দিল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জৈদি। ১৭ জুলাই রাষ্ট্রপতি ভোট হবে, ২০ জুলাই হবে গণনা।
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ধার্য করা হয়েছে ২৮ জুন। ১৪ জুন কমিশন এ ব্যাপারে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করবে। প্রার্থীপদ তুলে নেওয়ার শেষদিন ১ জুলাই। ২৯ জুন কমিশন মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখবে বলে সাংবাদিক সম্মেলনে জানান জৈদি। লোকসভার সেক্রেটারি জেনারেল হবেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার।
জৈদি স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করেছেন যাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলি নিজ নিজ সাংসদ ও বিধায়কদের হুইপ জারি করতে পারবে না। ভোটদাতাদের দেওয়া হবে বিশেষ এক ধরনের পেন যা দিতে ভোট দিতে হবে তাঁদের। কমিশন জানিয়ে দিয়েছে, ওই পেনের বদলে অন্য কোনও পেনে ব্যালট পেপারে টিক দিলে ভোটগণনায় সেই ভোট বাতিল হয়ে যাবে। কমিশন সুষ্ঠু, অবাধ রাষ্ট্রপতি নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান জৈদি। ২৫ জুলাই শেষ হচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ। কেন্দ্রে ক্ষমতাসীন জোট এনডিএ তাদের প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় ভোট জোগাড় করার ব্যাপারে প্রবল আশাবাদী। বিরোধী শিবিরও তোড়জোড় চালাচ্ছে, যাতে সরকারপক্ষ সর্বসম্মত প্রার্থী দিতে না পারলে তারা নিজেদের প্রার্থী দিতে পারে।Last date for nomination is June 28. If poll needed then it would be on July 17 and counting on July 20: CEC Naseem Zaidi #Presidentialpolls pic.twitter.com/iThFPqJV8N
— ANI (@ANI_news) June 7, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement