এক্সপ্লোর
একা রাজনীতিতে পারছেন না, তাই সাহায্য করতে প্রিয়ঙ্কাকে নিয়ে এলেন রাহুল! কটাক্ষ সুমিত্রা মহাজনের

ইন্দোর: প্রিয়ঙ্কা গাঁধীর রাজনীতিতে পা রাখার সিদ্ধান্তে পরিবারতন্ত্রের ছাপ রয়েছে বলে ব্যাখ্যা বিজেপির। এবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এ নিয়ে কটাক্ষ করলেন রাহুল গাঁধীকে। সুমিত্রা বিজেপির প্রথম সারির নেত্রী। ১৯৮৯ থেকে ইন্দোর লোকসভা আসনের প্রতিনিধি। আজ তিনি বলেছেন, প্রিয়ঙ্কা একজন ভাল মহিলা। কিন্তু তাঁর নিয়োগ থেকে এটাও প্রমাণ হল, রাহুল গাঁধি টের পাচ্ছেন, রাজনীতিতে নেমে তিনি একা সব সামাল দিতে পারছেন না, তাই বোন প্রিয়ঙ্কাকে ডেকে নিয়ে এলেন তাঁকে সাহায্য করার জন্য। এটা ভাল। গত বেশ কয়েক বছরের জল্পনায় ইতি টেনে, দলেরই একাংশের তরফে দাবি উঠতে থাকায় শেষ পর্যন্ত গতকাল প্রিয়ঙ্কাকে ২০১৯ এর লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেছে কংগ্রেস। সে প্রসঙ্গেই সুমিত্রার কটাক্ষ, প্রিয়ঙ্কাকে দলে এনে রাহুল মেনে নিলেন, তিনি পারছেন না। পাশাপাশি মেধাসম্পন্ন লোকজনের সামনে এগিয়ে আসার সুযোগ পাওয়া উচিত বলেও অভিমত জানান তিনি। বলেন, কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। এটা ওদের নিজেদের ব্যাপার। কিন্তু এটা অবশ্যই বলব, যাঁর নেতৃত্বদানের ক্ষমতা আছে, তাঁকে সুযোগ দেওয়া উচিত। পশ্চিম উত্তরপ্রদেশের ভার পাওয়ায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও অভিনন্দন জানান সুমিত্রা। জ্যোতিরাদিত্য মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্রের সাংসদ। সুমিত্রা বলেন, সিন্ধিয়াকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে আমার অভিনন্দন কেননা এটা মধ্যপ্রদেশের গর্বের ব্যাপার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















