এক্সপ্লোর
পঞ্জাব: রাভি নদী থেকে পাকিস্তানের নৌকা আটক করল বিএসএফ

পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট এলাকা থেকে একটি ফাঁকা পাকিস্তানি নৌকা আটক করেছে বিএসএফ। রাভি নদীর ওপর নৌকাটি ভাসছিল। বিএসএফের এক অফিসার জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত বরাবর রাভি নদী দিয়ে ভেসে এসেছে নৌকাটি। তবে নৌকাটি ফাঁকা। রাভিতে জলস্তর বেড়ে যাওয়ায় নৌকাটি সম্ভবত ভেসে এসেছে বলে বিএসএফ মনে করছে।
উরি সন্ত্রাসের পর থেকে ভারত-পাক সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে। আর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই চোরাগোপ্তা আঘাতের সুযোগ খুঁজছে পাকিস্তান। এই সময় এভাবে পাক নৌকার ভেসে আসায় অনেকেই বেশ উদ্বিগ্ন। মাত্র দু’দিন আগে, ২ তারিখ গুজরাতে উপকূলরক্ষী বাহিনী ৯ কর্মী সহ একটি পাকিস্তানি নৌকা আটক করে। উপকূলরক্ষী জাহাজ সমুদ্রপাবক সমুদ্রে নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই পাক নৌকাটি।
উরি সন্ত্রাসের পর থেকে ভারত-পাক সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে। আর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই চোরাগোপ্তা আঘাতের সুযোগ খুঁজছে পাকিস্তান। এই সময় এভাবে পাক নৌকার ভেসে আসায় অনেকেই বেশ উদ্বিগ্ন। মাত্র দু’দিন আগে, ২ তারিখ গুজরাতে উপকূলরক্ষী বাহিনী ৯ কর্মী সহ একটি পাকিস্তানি নৌকা আটক করে। উপকূলরক্ষী জাহাজ সমুদ্রপাবক সমুদ্রে নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই পাক নৌকাটি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















