এক্সপ্লোর
Advertisement
জিএসটি মানে 'গব্বর সিং ট্যাক্স', গাঁধীনগরের সভায় মোদীকে তোপ রাহুলের
গাঁধীনগর: গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে গাঁধীনগরে জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহর ব্যবসায় অনিয়মের অভিযোগ নিয়ে ফের সরব কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। বললেন,গুজরাতে বেকারি বাড়ছে। সরকার সমস্যার সমাধান করতে পারছে না। শুধুমাত্র অমিত শাহর ছেলের ব্যবসাই ফুলেফেঁপে উঠছে। রাহুল নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। কিন্তু বাস্তবে ঠিক তার বিপরীত ঘটছে বলে অভিযোগ রাহুলের।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার মতো প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। নোট বাতিল ব্যর্থ হয়েছে বুঝেই কালো টাকার তত্ত্ব আদমানি করেছেন মোদী।
রাহুল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের বিষয়টি নিয়েও সরব হয়েছেন। তিনি বলেছেন, জিএসটি-র ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর সরলীকরণ করতে হবে। জিএসটির রূপায়ণ নিয়ে কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, সরকার কংগ্রেসের কথায় কর্ণপাত করেনি। এটা আসলে হয়ে দাঁড়িয়েছে ‘গব্বর সিং ট্যাক্স’।
রাহুলের দাবি, এবারের নির্বাচনে গুজরাতে কংগ্রেসই জয়ী হবে এবং সরকার গড়বে।
পতিদার আন্দোলনের এক নেতা অভিযোগ করেছেন যে, তাঁকে বিজেপিতে যোগ দিতে এক কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। পরোক্ষে এই অভিযোগের প্রসঙ্গ তুলে রাহুল বলেছেন, গুজরাতিদের টাকা দিয়ে কেনা যাবে না।
রাহুলের অভিযোগ, গুজরাতে কয়েকজন শিল্পপতির সরকার চলছে। সেজন্যই সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন।
কৃষকদের সমস্যা নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সহ সভাপতি। তিনি বলেছেন, টাটার ন্যানো প্রকল্পের জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে। অথচ, কৃষকদের ঋণ বাতিল করছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement