এক্সপ্লোর
সেনাকে সমর্থন, কিন্তু অভিযান নিয়ে রাজনীতি নয়, সমালোচনার মুখে পাল্টা রাহুল

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে ‘রক্তের দালালি’ সংক্রান্ত মন্তব্যের জন্য বিজেপি সহ বিভিন্ন দলের আক্রমণের মুখে পড়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এর পরিপ্রেক্ষিতে এদিন তিনি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে সেনার অভিযানকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন করেন। কিন্তু বিজেপির রাজনৈতিক পোস্টার ও প্রচারে সেনাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরোধী তিনি।
এদিন একাধিক ট্যুইটের মাধ্যমে রাহুল বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইককে তিনি সম্পূর্ণ সমর্থন করেন। এই সমর্থনের কথা সুষ্পষ্টভাবে জানিয়েছেন তিনি। কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করে তোলাকে কোনওভাবেই সমর্থন করবেন না তিনি।
I fully support the surgical strikes and I have said so unequivocally, but I will not support using..(1/2)
— Office of RG (@OfficeOfRG) October 7, 2016
the Indian Army in political posters and propaganda all across the country (2/2) — Office of RG (@OfficeOfRG) October 7, 2016গতকাল রাহুল মোদীকে তোপ দেগে বলেছিলেন, ‘জম্মু-কাশ্মীরে জওয়ানরা রক্ত ঝরিয়েছেন। সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আপনি আড়ালে থেকে তাঁদের রক্ত নিয়ে দালালি করছেন’। রাহুলের এই রক্তের দালালি মন্তব্য ঘিরেই তাঁকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, খুবই ‘নিম্নমানের রাজনীতি’ করছেন রাহুল। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এই মন্তব্যের মাধ্যমে রাহুল শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন।কংগ্রেস সভাপতির এই বক্তব্য সেনাবাহিনীর প্রতি অপমানজনক। আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও রাহুলের মন্তব্যের সমালোচনা করেছেন। এরইমধ্যে বিজেপিকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তিনি বলেছেন, বিজেপি এমন করছে যেন, সেনা নয়, তারাই জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দিগ্বিজয়ের অভিযোগ, মোদী, অমিত শাহ ও মনোহর পর্রিকররা এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরাই সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। অথচ এক্ষেত্রে সমস্ত কৃতিত্ব প্রাপ্য সেনার।
Modi Amit Shah Parrikar and BJP Leaders are going around as if they have done the Surgical Strike! Give our Army & our Braveheart the Credit
— digvijaya singh (@digvijaya_28) October 7, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
