এক্সপ্লোর
প্রায় ৪ বছর পর বিশাখাপত্তনম থেকে ১৩২৬ কিমি দূরে উত্তরপ্রদেশের বস্তি পৌঁছল সারের ব্যাগভর্তি ওয়াগন!

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ): সারের বস্তা নিয়ে ভারতীয় রেলের একটি পণ্যবাহী ওয়াগন বিশাখাপত্তনম থেকে রওনা দিয়ে ১৩২৬ কিমি দূরত্ব পেরিয়ে উত্তরপ্রদেশের বস্তি স্টেশন পৌঁছল ৪ বছর পর! এই দূরত্ব পেরতে লাগার কথা আনুমানিক ৪২ ঘন্টা ১৩ মিনিট। ডাই-অ্যামোনিয়াম ফসফেটের ১৩১৬টি ব্যাগ বুক করা হয়েছিল ২০১৪-র ১০ নভেম্বর। বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ সেই ওয়াগন বস্তি স্টেশনে থামার পর হতবাক হয়ে যান সেখানকার রেলকর্তা ও কর্মীরা। উত্তরপূর্ব রেলের মুখ্য জনসংযোগ অফিসার সঞ্জয় যাদব বলেন, কখনও কখনও কোনও ওয়াগন বা কামরা চলার অনুপযুক্ত হয়ে পড়লে ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই ওয়াগনটির ক্ষেত্রে তেমনই কিছু হয়ে থাকতে পারে। যাদব জানান, ব্যাগগুলির প্রাপক বস্তির জনৈক ব্যবসায়ী, রামচন্দ্র গুপ্তা। ইন্ডিয়ান পটাস লিমিটেডের মাধ্যমে ওয়াগনটি ২০১৪-য় বিশাখাপত্তনম থেকে তাঁর নামে বুক করা হয়েছিল। যোগাযোগ করা হলে গুপ্তা বলেন, ওই মাল কোম্পানির, তিনি পয়সা দেননি। কোম্পানি আর রেল বুঝে নিক গোটা ব্যাপারটা। গোরক্ষপুরে আইপিএলের সহকারী মার্কেটিং ম্যানেজার ডি কে সাক্সেনা বলেন, ঠিকই, ২০১৪-র নভেম্বর বস্তি এলাকার ডিস্ট্রিবিউটরদের জন্য বিশাখাপত্তনম থেকে একটি রেক বুক করা হয়েছিল। কোনওভাবে ওয়াগনটি রেক থেকে হারিয়ে গিয়েছিল। তিনি জানান, গুপ্তা কোম্পানির হ্যান্ডলিং ও বাফার এজেন্ট। ১৪ লক্ষ টাকার মাল রয়েছে ব্যাগগুলিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















