এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতা সংগ্রামে কী করেছিল আরএসএস, প্রশ্ন রামাইয়ার
বেঙ্গালুরু: ফের বিতর্কে অভিনেত্রী তথা কংগ্রেস সাংসদ রামাইয়া। স্বাধীনতা সংগ্রামে বিজেপি, আরএসএস-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। প্রসঙ্গত, পাকিস্তান সম্পর্কে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। দেশদ্রোহিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
রামাইয়া বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা নিয়েছিল কংগ্রেস। কোনও ভূমিকাই ছিল না বিজেপি আরএসএস-এর। ব্রিটিশদের পক্ষেই ছিল তারা।
রামাইয়ার এই মন্তব্যে পাল্টা কটাক্ষ করে বিজেপি বলে, ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞানই নেই রামাইয়ার। বিজেপি সাংসদ শোভা করন্দলাজে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেসিরা লড়াইয়ে থাকলেও পরে নিজেরাই নতুন সংগঠন তৈরি করেন। রামাইয়া দেশের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। অপর এক লোকসভার সদস্য প্রতাপ সিনহা বলেন, এই ধরনের মন্তব্য অবাস্তব।
সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর মন্তব্য করেন, পাকিস্তান যাওয়া মানে নরকে ঘুরে আসা। এরই পাল্টা রামাইয়া বলেন, পাকিস্তান নরক নয়। সেখানকার মানুষ আমাদেরই মত। সম্প্রতি পাকিস্তান ঘুরে এসে সেদেশের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা বলেছিলেন রামাইয়া। বলেছিলেন, ওঁরা আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন। সেই প্রেক্ষিতে মামলা করেন এক তরুণ আইনজীবী। আইনজীবীর বক্তব্য, যে দেশ ভারতে সন্ত্রাসবাদ চালানোর দায়ে অভিযুক্ত, রামাইয়া কীভাবে তার প্রশংসা করতে পারে! এহেন মন্তব্যে তিনি স্তম্ভিত। এই বিতর্কের মাঝেই ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রামাইয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement