মুদ্রাস্ফীতির আশঙ্কায় অপরিবর্তিত রেপো রেট, রিভার্স রেপো বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই: সাহসী হতে পারল না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখল শীর্ষ ব্যাঙ্ক। তবে, রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে তারা। মুদ্রাস্ফীতির আশঙ্কা হতে পারে, তাই এমন সিদ্ধান্ত, জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
চলতি অর্থবর্ষের প্রথম ষান্মাসিক আর্থিক নীতি পর্যালোচনা বৈঠকের পর আরবিআই-এর তরফে জানানো হয়েছে—মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং বাজারে অত্যাধিক পরিমাণ নগদ থাকায় এই মুহূর্তে রেপো রেট কমালে সমস্যা দেখা দিতে পারে।
সেই জন্যই এবারও রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নেয়) তা ৬.২৫ শতাংশেই রাখা হল। যদিও, ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ করা হয়েছে রিভার্স রেপো রেট (যে হারে অন্য ব্যাঙ্কের থেকে ঋণ নেয় রিজার্ভ ব্যাঙ্ক)।
আবার, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (এমএসএফ)-কে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৭৫ শতাংশ থেকে ৬.৫ শতাংশ করা হয়েছে। সরকারি বন্ডের পরিবর্তে অন্যান্য ব্যাঙ্ককে যে হারে ঋণ দেয় আরবিআই, তাই হল এমএসএফ।
এদিন শীর্ষ ব্যাঙ্ক দাবি করেছে, চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি ৭.৪ হবে। যেখানে গত অর্থবর্ষে এই হার ছিল ৬.৭ শতাংশ। যদিও, ব্যাঙ্কের মতে, আশঙ্কারও সম্ভাবনা রয়েছে। আরবিআই-এর দাবি, এবছর এল-নিনোর ফলে ব্যাহত হতে পারে স্বাভাবিক বৃষ্টিপাত। ফলে, মার খাবে কৃষি। তখন খাদ্যদ্রব্যের দাম বাড়বে।
এছাড়া, দেশে পণ্য পরিষেবার ফলেও সাময়িক মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। তৃতীয়ত, সপ্তম বেতন কমিশনের ফলেও মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করছে আরবিআই।
শীর্ষ ব্যাঙ্কের পূর্বাভাস, চলতি অর্থবর্ষের প্রথম অর্ধে মুদ্রাস্ফীতির হার থাকবে ৪.৫ শতাংশ। তবে, দ্বিতীয় অর্ধে তা কিছুটা বেড়ে দাড়াবে ৫ শতাংশে।