এক্সপ্লোর
Advertisement
সন্ত্রাস-অনুপ্রবেশ-মাদক! পাকিস্তান থেকে অনেক রপ্তানিই পেয়েছি, কাশ্মীরে সাহায্যের প্রস্তাব উড়িয়ে কটাক্ষ ভারতের
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সাহায্য পাঠানোর প্রস্তাব ‘অবাস্তব’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল ভারত। গত শুক্রবার পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি নোট পায় নয়াদিল্লি। তাতে জম্মু ও কাশ্মীরে ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেয় বিদেশমন্ত্রক। পাক প্রস্তাব সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। বিদেশমন্ত্রক পাকিস্তানের বার্তা ‘সম্পূর্ণ ও সরাসরি’ নাকচ করছে বলে জানিয়ে দেন তিনি।
ঘটনাচক্রে আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। আজও কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলেছে তারা। পাশাপাশি পুঞ্চে ভারতীয় চৌকি নিশানা করে ভোরে ব্যাপক গোলাগুলিও চালিয়েছে। এই প্রেক্ষাপটেই বিকাশ স্বরূপ বলেন, গত ১২ আগস্ট ইসলামাবাদে আমাদের হাই কমিশনে সম্ভবত বার্তা পাঠানো হয়। তাতে ভারতের জম্মু ও কাশ্মীরে সাহায্য পাঠানোর যে প্রস্তাব রয়েছে, তা অবাস্তব, আমি শুধু এটাই বলতে পারি। কটাক্ষ করে তিনি এও বলেন, ভারত ও এই অঞ্চলের অন্য দেশগুলি পাকিস্তান থেকে অনেক রপ্তানিই পেয়েছে, যেগুলি ওদের ট্রেডমার্ক যেমন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সীমান্তের ওপারের অনুপ্রবেশ, অস্ত্রশস্ত্র, মাদক, জাল নোট।
এদিন সকালে নয়াদিল্লিতে পাক দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আবদুল বসিত কাশ্মীর নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন। বলেন, আজকের দিন কাশ্মীরের ‘আজাদি’র প্রতি উত্সর্গ করা হল। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক, নৈতিক, রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন তিনি। পাশাপাশি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট মামনুন হোসেনও পতাকা উত্তোলন অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ তোলেন। কাশ্মীরীদের আত্ননিয়ন্ত্রণের অধিকার আন্দোলনে পাকিস্তানের মদত চলবে বলে জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement