এক্সপ্লোর
Advertisement
রিলায়েন্স জিও সারাজীবনের জন্যে দেবে ফ্রি ভয়েস কল, লাগবে না রোমিং চার্জ,ঘোষণা মুকেশের
নয়াদিল্লি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানির ঘোষণায় ভারতের টেলিকম ও ডিজিটাল পরিষেবায় আসতে চলেছে বিশাল ঝড়। দীর্ঘ প্রতিক্ষীত রিলায়েন্স জিও মোবাইল সার্ভিসে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুকেশ অম্বানি। জিও-র ব্যবহারকারীদের এখন থেকে সারা জীবনের জন্যে ফ্রি ভয়েস কল পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সভায়। এছাড়া যাঁরা রিলায়েন্স জিও ব্যবহার করবেন তাঁদের লাগবে না কোনও রোমিং চার্জ। এছাড়া মাত্র ৫০ টাকায় পাওয়া যাবে ১ জিবি ফোর জি ডেটা।
রিলায়েন্সের এই ডিজিটাল সাম্রাজ্যটি একেবারে শূন্য থেকে শুরু করে ছিলেন মুকেশ। এখন এই সাম্রাজ্যের মধ্যে রয়েছে মোবাইল থেকে হার্ডওয়্যার, হোম এন্টারটেইনমেন্ট থেকে বিভিন্ন অ্যাপস-পরিষেবাও।
দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি আজকের সভায় যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তারমধ্যে রয়েছে,
• বিশেষ কয়েকটি শহরে এখন পাওয়া যাচ্ছে জিও-র পরিষেবা। এই মোবাইল সার্ভিসে প্রতি সেকেন্ডে এক গিগাবাইট ডেটা স্পিড পাওয়া যাবে
• আগামী সোমবার অর্থাত্ ৫ সেপ্টেম্বর থেকে জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
• জিও রাতে সীমাহীন এলটিই ডেটা দেবে।
• ছাত্র-ছাত্রীদের জন্যে বিশেষ ছাড় দেওয়া হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীই জিও-র মেইন টারিফের ওপর ২৫ শতাংশ এক্সট্রা ডেটা পাবে।
• সারা ভারতের যেকোনও জায়গায় যান, রোমিং ফ্রি হবে
• জিও-তে অনেক কম টাকায় ডেটা পরিষেবা পাওয়া যাবে। অন্যান্য মোবাইল সংস্থা আড়াইশো টাকায় এক জিবি ডেটা দেয়, সেখানে রিলায়েন্স জিওতে মাত্র ২৫ থেকে তিরিশ টাকা খরচ করলেই পাওয়া যাবে ১ জিবি ডেটা
• জিও পরিষেবা ব্যবহারকারীকে ভয়েস কলের জন্যে কোনও চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে
• এছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। এরমধ্যেই সোনি, স্যানসুই, ভিডিওকন, এলজি, স্যামসাং, মাইক্রোম্যাক্স, প্যানাসোনিক, টিসিএল-এ জিও পরিষেবা পাওয়া যাচ্ছে। বাজার বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ ফোর জি ব্যবহারকারী জিও-র সার্ভিস ব্যবহার করবে।
এদিকে জিও-র ঝড়ে ক্রেতা টানার জন্যে একাধিক অফার দিয়েছে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার মতো সংস্থাগুলিও। তাঁদের বহু পরিষেবায় প্রচুর ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement