Bangladesh News:অসমের কোকরাঝাড়, ধুবড়ি থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতারের পর সামনে চাঞ্চল্য়কর তথ্য়
ABP Ananda Live: কেউ টোটো চালাতেন। কেউ মুরগি কাটতেন। কেউ কাঠের মিস্ত্রি। কেউ ইলেকট্রিশিয়ান। তবে, সেটা লোক দেখাতে। আসল সবাই জঙ্গি। তাও আবার আনসারুল্লা বাংলা টিমের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সদস্য়। অসমের কোকরাঝাড়, ধুবড়ি থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতারের পর সামনে এসেছে এই চাঞ্চল্য়কর তথ্য়। যা দেখে প্রশ্ন উঠছে, আমাদের আশাপাশেও এমন ছদ্মবেশে কোনও জঙ্গি লুকিয়ে নেই তো?
পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান।
চূড়ান্ত ভারত-বিদ্বেষী আবহের মধ্যেই, বাংলাদেশে বসে এভাবেই ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন জঙ্গি নেতারা। নিশানা করা হচ্ছে 'সেভেন সিস্টার্স' ও 'শিলিগুড়ি করিডর'কে যা 'চিকেনস নেক' বলে পরিচিত। আর এই আবহেই অসমে বাংলাদেশি জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছল এবিপি আনন্দ। জঙ্গিদের ট্রেনিং ক্য়াম্পে প্রথমবার ঢুকল সংবাদমাধ্য়মের ক্য়ামেরা। পশ্চিমবঙ্গের ঘাড়ে কার্যত কীভাবে নিঃশ্বাস ফেলছিল বাংলাভাষী জঙ্গিরা। গ্রাউন্ড জিরো থেকে তাই তুলে ধরল এবিপি আনন্দ। অসমের কোকরাঝাড় থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য।