এক্সপ্লোর
রাতের অন্ধকারে কারা যেন মেয়েদের মাথার চুল কেটে নিচ্ছে! আতঙ্ক রাজস্থানের গ্রামে গ্রামে

জয়পুর: গভীর রাতে মহিলাদের মাথার চুল কেটে নিচ্ছে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে রাজস্থানের পালি, জালোর, বারমেরের মতো জেলাগুলিতে। জানা গেছে, কুসংস্কার থেকেই এ ধরনের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কুসংস্কারমূলক মেসেজ স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে ইন্ধন যোগাচ্ছে। আক্রান্তরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। কারণ পুলিশ দুষ্কৃতীদের কোনো হদিশই করতে পারেনি। যোধপুর, বিকানের, নাগৌর, জয়শলমীর, বারমের, পালি, জালোরের মতো জেলার গ্রামীন এলাকায় গত কয়েকদিনে এ ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছে। মহিলারা জানিয়েছেন, চুল কাটার পরই তাঁরা অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের মহিলা কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছে। মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা বলেছেন, বারমের, পালি ও জালোর জেলার কালেক্টর ও পুলিশ সুপারদের এ ধরনের ঘটনাগুলির পিছনে যারা রয়েছে তাদের হদিশ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনার ফলে ওই এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে ত্রাসের সঞ্চার ঘটেছে। সুমন শর্মা আরও বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যে সব কুসংস্কারমূলক মেসেজ ছড়িয়ে পড়েছে তা বর্তমান যুগে অসম্ভব। এর পিছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করতে হবে। যোধপুর জেলার পুলিশ আধিকারিক রবি জানিয়েছেন, যে যে এলাকায় ঘটনাগুলি ঘটেছে সেখানে পুলিশ গিয়েছে। কিন্তু সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। রাতে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। বারমেরের পুলিশ সুপার গগনদীপ সিং সিংলা বলেছেন, তদন্তে নেমে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, গুজবে কান না দেওয়ার জন্য জনগনের কাছে আর্জি জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















