এক্সপ্লোর
সরকারি দফতর থেকে ৭৫ হাজার টাকার জিনিষ চুরি করে ‘আমি দুঃখিত’ লিখে পালাল চোর

মু্ম্বই: চুরি করে চোর আবার লিখে যাচ্ছে ‘আমি দুঃখিত’, এমন ঘটনা কখনও দেখেছেন? শুধু তাই নয় চুরি যাওয়া জিনিষ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে চোর। হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে এবং তাজ্জব হয়ে গেছে মহারাষ্ট্রের কোলহাপুর থানার পুলিশ। পশ্চিম মহারাষ্ট্রের কোলহাপুর শহরের সরকারি দফতর থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের জিনিষ চুরি করে চোর একটি কাগজে ‘আমি দুঃখিত’ লিখে পালিয়েছে। শুধু তাই নয়, চোর নিশ্চিত করে গেছে, পাঁচ বছর বাদে সে এই সমস্ত জিনিষ ফেরত দিয়ে যাবে। চোরের লক্ষ্যে ছিল সেখানকার পশুপালন দফতরের অফিসটি। পশুপালন দফতর থেকে তিনটি কম্পিউটার, একটি জেরক্স করার মেশিন চুরি করে পালিয়েছে সেই চোর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, সেখানকার কর্মীদের অফিস ছুটি হয়ে যাওয়ার পর। সোমবার অফিস খোলার পর ঘটনাটি সামনে আসে। এই ঘটনায় তাজ্জব হয়ে গেছে সেখানকার পুলিশ। গত কুড়ি বছরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশকর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের ধারণা এই ঘটনার পেছনে থাকতে পারে কোনও ছাত্র, যার হয়তো এই সময় প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















