এক্সপ্লোর
Advertisement
মোদীর উত্তরপ্রদেশ সফরের আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শিলান্যাস নিয়ে বিজেপি-সপা তরজা
লখনউ: আগামীকাল উত্তরপ্রদেশের আজমগড়ে ২৩,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ঘিরেই শাসক দল বিজেপি-র সঙ্গে বিরোধী সমাজবাদী পার্টির তরজা শুরু হয়েছে। আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দু’দলই এই প্রকল্পটিকে নিজেদের বলে দাবি করেছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘আমি ২০১৬-র ডিসেম্বরে এই রাস্তার শিলান্যাস করেছিলাম। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে পূর্ব উত্তরপ্রদেশের জেলাগুলি যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে নয়াদিল্লির সঙ্গে যুক্ত হবে। এটাই দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হতে চলেছে।’
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শিলান্যাসের বিরুদ্ধে গতকাল দলীয় নেতা বলরাম সিংহ যাদবের নেতৃত্বে আজমগড় জেলা কালেক্টরেটের দফতরে বিক্ষোভ দেখান সপা কর্মীরা। বিজেপি-কে আক্রমণ করে সপা মুখপাত্র সুনীল সিংহ সজন বলেছেন, ‘সপা সরকারের দূরদর্শিতা ছিল, যা এই সরকারের নেই। এরা শুধু সপা সরকারের কাজকর্মকে নিজেদের বলে চালাতে চায়। রাজ্যের মানুষের কাছে তুলে ধরার জন্য ওদের নিজেদের কিছু নেই।’
বিজেপি অবশ্য সপা-র এই দাবি অস্বীকার করেছে। বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন বলেছেন, ‘পূর্ব উত্তরপ্রদেশের উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প চালু করতে চাইছে রাজ্য সরকার। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে রাজধানী লখনউয়ের সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা আজমগড়, মউ, গাজিপুর, ফৈজাবাদ, সুলতানপুর, অম্বেদকর নগর ও অমেঠির মতো জেলাগুলি যুক্ত হবে। লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে ও যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে উত্তরপ্রদেশের পূর্বদিকের জেলাগুলি আগরা ও নয়াদিল্লির সঙ্গেও যুক্ত হবে।’
সম্প্রতি উত্তরপ্রদেশের মন্ত্রিসভা ৩৪০ কিমি দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিষয়টি অনুমোদন করেছে। এই এক্সপ্রেসওয়ে ৬ লেনের হবে। পরে প্রয়োজনে ৮ লেনের করা যেতে পারে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ২৩,৩০০ কোটি টাকা। এর মধ্যে ১২,০০০ কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হবে। ৩৬ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপি এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির সিইও অবনীশ অবস্তী। তিনি আরও বলেছেন, ২৪ থেকে ২৬ মাসের মধ্যে কাজ করার চেষ্টা করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement