এক্সপ্লোর
গুজরাতে বিয়ের আগে পালিয়েছিলেন বর-কনের বাবা-মা, ফিরে এসেও ফের বাড়ি ছাড়লেন তাঁরা
মাত্র মাসখানেক আগে পালিয়ে গিয়েছিলেন গুজরাটের মাঝবয়সী এক পুরুষ ও এক মহিলা। প্রায় এক মাস আগে যে যাঁর বাড়িতে ফিরেও এসেছিলেন তাঁরা। কিন্তু ফের বাড়ি ছেড়েছেন তাঁরা। তাঁদের পরিবারসূত্রে এ খবর জানা গিয়েছে।

সুরাট: মাত্র মাসখানেক আগে পালিয়ে গিয়েছিলেন গুজরাটের মাঝবয়সী এক পুরুষ ও এক মহিলা। প্রায় এক মাস আগে যে যাঁর বাড়িতে ফিরেও এসেছিলেন তাঁরা। কিন্তু ফের বাড়ি ছেড়েছেন তাঁরা। তাঁদের পরিবারসূত্রে এ খবর জানা গিয়েছে। সুরাতের হিম্মত পান্ডব (৪৬) ও নভসারির শোভনা রাভাল (৪৩)-এর ছেলে ও মেয়ের বিয়ের করা ছিল। চলতি বছরের গত জানুয়ারিতে বিয়ের দিন ঠিক হয়েছিল। কিন্তু ছেলে ও মেয়ের বিয়ের ঠিক এক সপ্তাহ আগে বাড়ি ছাড়েন হিম্মত ও শোভনা। সপ্তাহ দুয়েক পর যে যাঁর বাড়িতে ফিরেও আসেন তাঁরা। কিন্তু তা মাত্র মাসখানেকের জন্য। আবারও বাড়ি ছেড়েছেন তাঁরা। সূত্রের খবর, হিম্মত ও শোভনা গত শনিবার বাড়ি থেকে চলে গিয়ে সুরাতে একটি বাড়ি ভাড়া করে রয়েছেন। দুজনের এই ‘গায়েব’ হওয়া নিয়ে গতবারের মতো এবার অবশ্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। গত ১০ জানুয়ারি পালিয়ে গিয়েছিলেন এই দুই জন। সুরাত ও নভসারি-উভয় জায়গাতেই পুলিশের কাছে তাঁদের এই ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রথমবার যখন তাঁরা নিখোঁজ হয়েছিলেন, তখন তাঁদের আত্মীয়রা জানিয়েছিলেন যে, হিম্মত ও শোভনা দুজনেই তরুণ বয়সে কাতারগ্রামে থাকতেন। তাঁরা একে অপরকে জানতেন। বিয়ের পর শোভনা নভসারিতে চলে আসেন। গত ২৬ জানুয়ারি শোভনা তাঁর বাবার বাড়িতে ফিরে আসেন। কারণ, তাঁর স্বামী তাঁকে বাড়িতে থাকতে দিতে রাজি হননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















