এক্সপ্লোর
বিতর্কের জের, সইফুদ্দিন সোজের বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না মনমোহন, চিদম্বরম

নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কংগ্রেস সূত্রে এমনই খবর। আজ সন্ধে সাড়ে ৬টায় নয়াদিল্লিতে এই বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বই প্রকাশ করার কথা চিদম্বরমের। এরপর একটি আলোচনাসভাতেও যোগ দেওয়ার কথা তাঁর। এই আলোচনাসভায় অরুণ শৌরি, কুলদীপ নায়ার, ওয়াজাহাত হবিবুল্লা ও সোজেরও থাকার কথা রয়েছে। মনমোহন বক্তা না হলেও, দর্শক হিসেবে সেখানে তাঁর থাকার কথা। তবে জানা গিয়েছে, কংগ্রেস নেতারা সেখানে যাবেন না।
सैफुद्दीन सोज की बुक लांच में नहीं जाएंगे पी चिदम्बरम : सूत्र
आज दिल्ली में सोज की कश्मीर पर लिखी किताब को चिदम्बरम को ही लांच करना था. लेकिन कांगेस ने सोज के बुक लॉन्च से दूरी बनाने का फैसला किया. कांग्रेस ने कश्मीर पर सोज के विवादित बयान को पब्लिसिटी स्टंट बताया था. pic.twitter.com/ysOf7jg3tt
— जैनेन्द्र कुमार (@jainendrakumar) June 25, 2018
কয়েকদিন আগেই সোজ দাবি করেছেন, কাশ্মীরীরা ‘অবাধ মতামত’ প্রকাশের সুযোগ পেলে স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। বইয়ে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ মূল্যায়ন করেছিলেন, কাশ্মীরীরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চান না। অবাধ মত প্রকাশের সুযোগ পেলে কাশ্মীরের মানুষ স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। এখনও মুশারফের ওই মূল্যায়নই সঠিক।যদিও তা সম্ভব নয়।সামরিক নীতির মাধ্যমে কাশ্মীরে কখনও শান্তি আসবে না।’
সোজের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা দাবি করেছেন, বই বিক্রির জন্য সস্তা চমক হিসেবে এই মন্তব্য করেছেন সোজ। রাজনৈতিক মহলের খবর, এ বিষয়ে যাতে বিতর্ক না বাড়ে, সেই লক্ষ্যেই মনমোহন, চিদম্বরম বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
