এক্সপ্লোর
Advertisement
জম্মুর সাম্বার এই সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩, পড়ান ৬ শিক্ষক!
সাম্বা, জম্মু: জম্মুর জামোরার এক সরকারি স্কুল। সবকিছুই আছে সেখানে, শুধু পড়ুয়ার সংখ্যা নামমাত্র। নামমাত্র মানে, মাত্র তিনজন পড়ুয়া সেই স্কুলে পড়াশোনা করে। অষ্টম শ্রেণির ছাত্র ছটু রাম। সে ছাড়া জুনিয়র সেকশনে রয়েছে আরও দুজন পড়ুয়া।
ছটুর কথায় সে জীবনে কিছু করতে চায়। তাই কোনও পড়ুয়া না এলেও, সাম্বার এই স্কুলে নিয়মিত সে পড়াশোনা করতে আসে।
এদিকে সেখানকার শিক্ষা দফতরের এক আধিকারিকের দাবি, ওই অঞ্চলে এই একটি স্কুল থাকলেও পড়ুয়াদের তেমন ভিড় নেই সেখানে। সাম্বার প্রধান এডুকেশন অফিসারও জানিয়েছেন, ওই এলাকার এটি একটি স্কুল হওয়ায়, তাঁরা বাড়তি শিক্ষকও নিয়োগ করেছেন ওই স্কুলটির জন্যে। কিন্তু তাতেও সেভাবে পড়ুয়া আসেনি সেখানে। কিন্তু কেন শিক্ষার প্রতি এত অনীহা ওই অঞ্চলের পড়ুয়াদের? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।Samba: Class 8th student Chotu Ram is the only student at a Govt school in Jamora which has 6 teachers including Principal. Chotu Ram says, "I come to school regularly. I am the only student in Class 8 while there are two other students in junior classes." #Jammu pic.twitter.com/7RBddg9Nqr
— ANI (@ANI) July 31, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ক্রিকেট
Advertisement