জয়ললিতার মৃত্যু: সিবিআই তদন্তের দাবি তুলে সুপ্রিম কোর্টে শশীকলা পুষ্পা
![জয়ললিতার মৃত্যু: সিবিআই তদন্তের দাবি তুলে সুপ্রিম কোর্টে শশীকলা পুষ্পা Sasikala Pushpa Moves Sc For Cbi Probe Into Jayas Death জয়ললিতার মৃত্যু: সিবিআই তদন্তের দাবি তুলে সুপ্রিম কোর্টে শশীকলা পুষ্পা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/06025640/jayalalitha-body-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এআইএডিএমকে-র বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ শশীকলা পুষ্পা।
আবেদনে জয়ললিতার মৃত্যুকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নেত্রীর মৃত্যুর আসল কারণ প্রকাশ করা হয়নি। কাউকে তাঁর কাছে যেতে দেওয়া হয়নি।
শশীকলার আরও দাবি, জয়ললিতার দেহে পচন রোধের জন্য যে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয়েছিল, মৃতদেহের ছবিতে সেই ছাপ স্পষ্ট ছিল। তিনি যোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়া থেকে মৃত্যু—গোটাটাই ছিল মোড়কে ঢাকা।
এই প্রেক্ষিতে কেন্দ্র, রাজ্য ও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের থেকে জবাবদিহির চেয়েছেন রাজ্যসভার সাংসদ। জয়ললিতার স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট, মুখবন্ধ খামে শীর্ষ আদালতে জমা দেওয়ার দাবি করেন তিনি।
এর আগে, একই দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু তেলুগু যুব শক্তি সামে একটি সংগঠন। তারাও জয়ললিতার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সংশয় প্রকাশ করে মেডিক্যাল রিপোর্ট বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষার দাবি তোলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)