‘হিসাব বহির্ভূত সম্পত্তি’, মুলায়ম ও অখিলেশের বিরুদ্ধে জনস্বার্থ মামলায় ১২ বছর পর সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: দিন যায়, মাস যায়, পার হয় বছর, চলে যায় দশক, এক পা-ও এগোয় না তদন্ত! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এমন গড়িমসিতে রীতিমতো ক্ষুব্ধ শীর্ষ ন্যায়ালয়। সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে এক যুগ আগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। কী অবস্থায় দাঁড়িয়ে গোটা তদন্ত? ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব ভারতের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্তার বেঞ্চ সোমবার সিবিআই-কে এই নির্দেশ দিয়েছে।
২০০৫ সালে সপা সভাপতি মুলায়ম সিংহ যাদব, তাঁর দুই ছেলে অখিলেশ ও প্রতীক এবং অখিলেশের স্ত্রী ডিম্পলের সম্পত্তির উত্স জানতে চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কংগ্রেস নেতা বিশ্বনাথ চতুর্বেদী। ওই মামলায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছিলেন তিনি। ২০০৭ সালে সিবিআই-কে সেই মামলায় তদন্তের নির্দেশ দেয় সু্প্রিম কোর্ট। যাদব পরিবারের বিরুদ্ধে ‘হিসাব বহির্ভূত সম্পত্তি’র যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্যি কিনা, সেবিষয়েই তদন্তের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
প্রায় এক যুগ কেটে যাওয়ার পরও সেই মামলায় কোনও অগ্রগতি হয়নি। সপা নেতা মুলায়ম সিংহ যাদব ও তাঁর পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধেই কোনও তথ্য আদালতের সামনে হাজির করতে পারেননি তদন্তকারীরা। এতেই ক্ষুব্ধ বিচারপতিরা। ‘১১ বছর পার হয়ে গেল, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শাস্তি তো দূর, কোনও পদক্ষেপই করা হয়নি,’ নাম না করে সিবিআই-কে দুষেছেন কংগ্রেস নেতা বিশ্বনাথ চতুর্বেদীও। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, যাদব পরিবারের তরফে যে আয়কর জমা দেওয়া হয়েছে, তাতে ‘সামঞ্জস্যহীন সম্পত্তি’র সন্ধান মিলেছে।