এক্সপ্লোর
মূক, বধির মেয়েকে ধর্ষণে ছাড়া পাওয়া অভিযুক্তকে দোষী ঘোষণা করে সাত বছরের জেল সুপ্রিম কোর্টের, দুর্বল সাক্ষীদের জন্য বিশেষ কেন্দ্র গড়তে নির্দেশ

নয়াদিল্লি: মূক, বধির মেয়েকে ধর্ষণে ছাড়া পেয়ে যাওয়া অভিযুক্তকে জেলে পাঠাল সুপ্রিম কোর্ট। ধর্ষিতা শুনতে পায় না, কথা বলতে পারে না, মানসিক দৃঢ়তা নেই, আদালতে নির্ধারিত জায়গায় গিয়ে সাক্ষ্য দেওয়ার ক্ষমতাও ছিল না তার। মূলত এহেন কারণেই ছাড়া পেয়ে যায় অভিযুক্ত। তবে মহারাষ্ট্র সরকার তার রেহাই পাওয়ার রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। বিচারপতি আদর্শ কে গোয়েল ও বিচারপতি উদয় ইউ ললিতের বেঞ্চ অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার রায় খারিজ করে তাকে যথেষ্ট পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে, সাত বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি শীর্ষ আদালত ধর্ষিতার মতো বিপন্ন, দুর্বলদের কথা বিবেচনা করে বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছে। সর্বোচ্চ আদালতের বেঞ্চের নির্দেশ, সব রাজ্যে দুর্বল সাক্ষীদের জন্য বিশেষ কেন্দ্র তৈরি করতে হবে যাতে তাদের নির্ভয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজনীয় পরিবেশ থাকে। এ কাজে দেশের সব হাইকোর্টকে এগিয়ে আসতে বলেছে বেঞ্চ, সব জেলায়ও যাতে এ ধরনের কেন্দ্র থাকে, তাও দেখতে বলেছে। শীর্ষ আদালত শুরুতে ২৪টি হাইকোর্টকে আগামী তিন মাসে নিজেদের এক্তিয়ারে অন্তত ২টি করে কেন্দ্র তৈরি করতে বলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















