এক্সপ্লোর
Advertisement
টুকির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি: নাবাম টুকিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন অরুণাচল প্রদেশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করল শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে পেশ হওয়া জনস্বার্থ আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল গুয়াহাটি হাইকোর্ট। কিন্তু ওই জনস্বার্থ আবেদনের নতুন করে শুনানি করতে বলেছে সর্বোচ্চ আদালত।
হাইকোর্টে জনস্বার্থ পিটিশনের শুনানির সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ পাননি বলে জানিয়েছে প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি এন ভি রামান্নাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ।
তবে সিবিআইয়ের দায়ের করা যাবতীয় এফআইআর বহাল থাকবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে টুকির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। টুকির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৬ সালে মন্ত্রী থাকার সুবাদে নিজের আত্মীয় স্বজনদের কিছু কাজের বরাত পাইয়ে দিতে অরুণাচল সরকারের সিদ্ধান্তে প্রভাব খাটিয়েছিলেন তিনি।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement