৫০০-র নোট চলুক হাসপাতাল, পেট্রল পাম্পে, আবেদন, আজ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বাতিল হওয়া ৫০০ টাকার নোট পেট্রল পাম্প, হাসপাতালের মতো জায়গায় আরও কিছুদিন চালানোর অনুমতি দেওয়ার আর্জির ওপর আজ কোনও রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে আজ সিনিয়র কৌঁসুলি কপিল সিব্বল সর্বোচ্চ আদালতের কাছে অন্তর্বর্তী আদেশের আবেদন করলে প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলে, আজ কোনও নির্দেশ দেওয়া যায় কিনা, সেটা আমরা দেখছি।
সিব্বল বলেন, বাতিল ঘোষিত ৫০০ টাকার নোটের ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে, কিছু একটা নির্দেশের প্রয়োজন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গতকালই সর্বোচ্চ আদালত কেন্দ্রকে জানিয়ে দিয়েছে, ৫০০-১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে বলে যে সরকারি বিজ্ঞপ্তি ঘোষিত হয়েছে, তা তাদের পালন করতে হবে।






















