এক্সপ্লোর
গুজরাত বিধানসভার স্পিকারকে ‘কাকা’ সম্বোধন নিরাপত্তারক্ষীর, পত্রপাঠ গেল চাকরি
![গুজরাত বিধানসভার স্পিকারকে ‘কাকা’ সম্বোধন নিরাপত্তারক্ষীর, পত্রপাঠ গেল চাকরি Security Guard Calls Gujarat Speaker Kaka Agency Loses Contract গুজরাত বিধানসভার স্পিকারকে ‘কাকা’ সম্বোধন নিরাপত্তারক্ষীর, পত্রপাঠ গেল চাকরি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/18034120/18581999_103125313607627_8190000761978852676_n1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি: ফেসবুক
গাঁধীনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে খড়গহস্ত হলে কী হবে, তাঁর দলের নেতারাই কষ্টে পাওয়া ওই স্ট্যাটাস হাতছাড়া করতে মোটেও রাজি নন। এ ব্যাপারে তো কীর্তিই স্থাপন করেছেন গুজরাত বিধানসভার স্পিকার রামনলাল ভোরা। কী করেছেন তিনি শুনবেন?
১৩ তারিখ চোখ দেখাতে ছেলের সঙ্গে গাঁধীনগর সিভিল হাসপাতালে যান রামনলাল। ট্রমা সেন্টারের ঠিক বাইরে তাঁর গাড়ি পার্ক করা হয়। এক নিরাপত্তারক্ষী এসে বলেন, কাকা, ট্রমা সেন্টারের সামনে গাড়ি রাখবেন না।
ব্যস, আর যায় কোথায়! মহামান্য স্পিকারকে স্যার না বলে কিনা কাকা সম্বোধন! নিরাপত্তারক্ষী হয়তো স্পিকারকে চিনতেন না কিন্তু সে কথা শোনে কে! পরেরদিনই তাঁর চাকরি যায়।
স্পিকারের নালিশেই যে তাঁর চাকরি গিয়েছে তা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, রামনলাল ভোরা বয়স্ক মানুষ, রক্ষীর উচিত ছিল, তাঁকে আরও সম্মান দিয়ে কথা বলা। তা না করে তাঁকে কাকা বলে ডাকা হয়, তা তাঁর ভাল লাগেনি। এ জন্য ওই রক্ষীর কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনার দাবিও করা হয়েছে।
ঘটনার এখানেই শেষ নয়। যে সিকিউরিটি এজেন্সি ওই হাসপাতালে কর্মী সরবরাহ করে, তাদের কনট্রাক্টও খারিজ করে দেওয়া হয়েছে। সবই স্পিকারের কাকা ডাক বদহজমের জের।
হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ওই এজেন্সির পাঠানো রক্ষীদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তাই তাদের সঙ্গে চুক্তি খারিজের সিদ্ধান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)