এক্সপ্লোর
Advertisement
স্করপিন সাবমেরিনের গোপন তথ্য ফাঁস, সেনাবাহিনীর কাছে রিপোর্ট চাইলেন পর্রীকর
নয়াদিল্লি: ভারতের স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁস। ফরাসী জাহাজ প্রস্তুতকারক সংস্থা এই ডুবোজাহাজটির নকশা নির্মাণ করেছিল। সেটিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথির ২২,০০০-এরও বেশি পৃষ্ঠা লিক হয়েছে। তা প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে।
মুম্বইয়ের মাজেগাঁও ডকে তৈরি হচ্ছে ওই স্করপিনটি। তৈরি হতে খরচ পড়ছে প্রায় ৩.৫ কোটি ডলার। জলের তলায় এর উপস্থিতি টের পাওয়া ভীষণই কঠিন। কিন্তু এর গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে চলে আসায় চিন্তায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর নৌসেনার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, সম্ভবত বিদেশ থেকেই ফাঁস হয়েছে স্করপিনের নথি। দেশ থেকে তা হয়নি বলেই মনে করছেন তিনি। তাঁর অনুমান, হ্যাকিং-এর পর তা লিক হয়।
নৌসেনার তরফেও নিশ্চিত করে জানানো হয়েছে,এদেশ থেকে কোনও টেকনিক্যাল তথ্য লিক হয়নি।
সূত্রের খবর, সম্প্রতি অস্ট্রেলিয়ার ১২ টি ডুবোজাহাজের নকশা নির্মাণের চুক্তি পেয়েছে ওই ফরাসী সংস্থা। ডুবোজাহাজের জলের নিচের সেন্সর, জলের ওপরের সেন্সর, যুদ্ধ ব্যবস্থাপনার সিস্টেম, টর্পেডো লঞ্চ সিস্টেম এবং তার কৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন সিস্টেম সবকিছুরই নির্মাণের দায়িত্বে ওই ফরাসী সংস্থার। সেখান থেকেই তথ্য ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান।
নৌসেনার যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ডুবোজাহাজের। বিশ্বের অন্যতম ডিফেন্স প্রজেক্ট এটি। এর কৌশল অন্যের হাতে চলে যাওয়া সেনাবাহিনীর কাছে দুঃস্বপ্নের মতো। তাই স্করপিনের তথ্য ফাঁস হওয়ায় চিন্তায় নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement