এক্সপ্লোর
কর্নাটকে ভোটের প্রাক্কালে লিঙ্গায়েত সম্প্রদায়কে ধর্মীয় সংখ্যালঘু মর্যাদার সুপারিশ কংগ্রেস সরকারের, তীব্র আপত্তি বিজেপির

নয়াদিল্লি: কর্নাটকে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার বিধানসভা ভোটের মুখে লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা ধর্মীয় সংখ্যালঘু মর্যাদা দেওয়ার সুপারিশ পাঠিয়েছে কেন্দ্রের কাছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। সংখ্যা ও রাজ্যে রাজনৈতিক প্রভাবের দিক থেকে গুরুত্বপূর্ণ লিঙ্গায়েত ও বিরশৈব লিঙ্গায়েতদের এহেন স্বীকৃতি দেওয়ার উদ্যোগের পিছনে ভোটের অঙ্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়াদুরায়াপ্পা লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি। ফলে বিজেপির ধারণা, কংগ্রেসের এই পদক্ষেপের আসল উদ্দেশ্য লিঙ্গায়েত ভোটে ভাঙন ধরিয়ে ইয়েদুরায়াপ্পাকে বিপাকে ফেলা। আগের নির্বাচনগুলিতে ওই সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়েছিলেন তিনি। কর্নাটকের ভারপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক পি মুরলীধর রাওয়ের অভিযোগ, রাজ্যের শাসক কংগ্রেস 'বিভাজন ঘটিয়ে শাসনে'র পলিসি নিয়েছে। তিনি ট্যুইট করেছেন, কংগ্রেস ভারতে ব্রিটিশ শাসকদের ডিভাইড অ্যান্ড রুল কৌশল নিয়েছে। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য সিদ্দারামাইয়াজি আগুন নিয়ে খেলছেন। কেন ৪ বছর আগে ওরা এটা করল না, কেন ভোটের মুখেই করতে হল? কর্নাটকের আইনমন্ত্রী টি বি জয়চন্দ্র জানান, এ ব্যাপারে রাজ্য সরকার নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ গ্রহণ করে লিঙ্গায়েত ও বীরশৈব লিঙ্গায়েতদের ধর্মীয় সংখ্যালঘুর স্বীকৃতি চাওয়ার সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে বর্তমানে সংখ্যালঘু গোষ্ঠীগুলি যেসব সুযোগসুবিধা পাচ্ছে, তারা মার খাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















