এক্সপ্লোর
Advertisement
‘শক্তিমান’-এর মৃত্যু: গ্রেফতারি চাইলেন মানেকা, দোষী হলে আমার পা কেটে নেওয়া হোক! সাফাই বিজেপি বিধায়কের
দেহরাদুন: উত্তরাখণ্ড পুলিশের ঘোড়া ‘শক্তিমান’-এর মৃত্যুর পর উষ্মা, ক্ষোভের নিশানায় উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক গণেশ জোশী। তাঁর তীব্র সমালোচনায় সরব পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ। গত ১৪ মার্চ তত্কালীন হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, কর্মসূচি চলাকালে ‘শক্তিমান’-কে নৃশংস লাঠিপেটা করায় তিনিই মূল উসকানিদাতা ছিলেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। তিনি অবশ্য নির্দোষ দাবি করে নিজের পা ‘দান’ করতে চাইছেন। বলেছেন, আমি খুবই দুঃখিত, বিমর্ষ বোধ করছি। কিন্তু আমার দোষ নেই এতে। ০.১ শতাংশও ভূমিকা নেই আমার। দোষী সাব্যস্ত হলে আমার পা কেটে নেওয়া হোক!
তবে অভিযোগের তির এড়াতে এসব কথা বলেও লাভ হচ্ছে না। কংগ্রেস তো বটেই, কেন্দ্রীয় মন্ত্রী তথা জোশীর নিজের দলের নেত্রী মানেকা গাঁধী পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার তোপ, মোদীজী যেমন গণতন্ত্রকে খুন করেছেন, তেমনই ‘শক্তিমান’-এর ওপর প্রাণঘাতী হামলা করেছেন এক বিজেপি বিধায়ক। এটা দুর্ভাগ্যজনক!
আর মানেকা বলেছেন, পুলিশ অফিসার ‘শক্তিমান’ কর্তব্যরত অবস্থায় ছিল। যে ওকে এত যন্ত্রণা, কষ্ট দিয়েছে, যার জন্য ওকে শেষ পর্যন্ত মরতে হল, তাকেও গ্রেফতার করতে হবে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ঘোড়াকে পুলিশ বাহিনীতে আর রাখা উচিত নয়। এতে কোনও কাজ হয় না এবং জনতাকে সামলাতে ওদের নামানো হলে ভয় থাকে, আচমকা হয়তো ভিড়ে মিশে থাকা কোনও দুষ্ট লোক কাপুরুষের মতো আর কিছু করতে না পেরে প্রতিরোধহীন জন্তুটিকে মেরে জখম করে দেবে!
তবে জোশীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখে উত্তরাখণ্ড বিজেপি সভাপতি তথা বিরোধী নেতা অজয় ভট্টের পাল্টা দাবি, 'শক্তিমান'-এর মৃত্যুর দায় রাজ্য সরকারের। ওর সঠিক চিকিত্সার ব্যবস্থা হয়নি।
জোশীর কঠোর সাজা চেয়েছে পেটা সহ বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। পেটা-র ভারত শাখার মুখ্য কর্মকর্তা পূর্বা জোশীপুরার দাবি, আরও কঠোর আইন চাই যাতে ‘জোশীর মতো’ লোকেরা পশুপ্রাণীদের ওপর নির্যাতন করতে ভয় পায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement