রাহুল অপরিণত, সকলেই জানে, শীলা স্বীকার করেছেন, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: শীলা দীক্ষিতের মন্তব্যের পর রাহুল গাঁধীকে কটাক্ষ করল বিজেপি। কেন্দ্রের শাসক দলের কটাক্ষ, শীলা যা বলেছেন, তা মানুষ আগে থেকেই জানেন। এদিন তিনি তা স্বীকার করেছেন মাত্র।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেরিতে হল, তবে শেষপর্যন্ত স্বীকারোক্তি এল। দেশবাসী তা বহু আগে থেকেই জানেন। আমি শীলাজিকে ধন্যবাদ জানাচ্ছি সত্যিটা স্বীকার করার জন্য।
বিজেপি সভাপতি ্অমিত শাহ আবার আক্রমণ করেন শীলা দীক্ষিতকে। তাঁর প্রশ্ন, রাহুল যদি অপরিতই হবেন, তাহলে কেন তাঁকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হল?
প্রসঙ্গত, এক সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সহ-সভাপতি সম্পর্কে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেন, রাহুল এখনও পরিণত নন, কারণ ওনার বয়স চল্লিশের কোঠায়। ওনাকে আরও সময় দেওয়া দরকার।
শুধু বিজেপি নয়। শীলা দীক্ষিতের মন্তব্য নিয়ে রাহুলকে আক্রমণ করেছে বিশ্ব হিন্দু পরিষদও (ভিএইচপি)। তাদের কটাক্ষ, রাহুল যথেষ্টই ‘পরিণত’। তিনি ভারতকে ‘কংগ্রেস-মুক্ত’ করতে মহাত্মা গাঁধীর স্বপ্নকে পূর্ণ করতে উদ্যোগ নিয়েছেন।
এদিন দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, ১৯৪৭ সালে মহাত্মা গাঁধী প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসকে ভেঙে ফেলার। এখানে রাহুল মহাত্মার স্বপ্নকে স্বার্থক করার কাজ করে চলেছেন। এর জন্য তাঁকে (রাহুল) ধন্যবাদ জানানো প্রয়োজন।






















