এক্সপ্লোর
Advertisement
শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা তুলতে গিয়ে আটক শিবসেনা কর্মীরা, পরে মুক্ত
শ্রীনগর: ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার বিতর্কিত মন্তব্যের পাল্টা হিসেবে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা তুলতে গিয়ে আটক হলেন শিবসেনার ৬ জন কর্মী। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিবসেনার জম্মু শাখার কর্মীরা আজ সকালে দু’টি গাড়িতে চড়ে ঘণ্টা ঘরে পৌঁছন। লালচকে জাতীয় পতাকা তোলাই তাঁদের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই তাঁদের আটক করা হয়। শিবসেনা কর্মীদের কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কয়েকদিন আগেই ফারুক কেন্দ্রীয় সরকার ও বিজেপি-কে কটাক্ষ করে বলেছিলেন, ‘ওরা পাক অধিকৃত কাশ্মীরে জাতীয় পতাকা তোলার কথা বলছে। আমি ওদের বলছি, আগে শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা তুলুক। ওরা সেটা করতে পারে না আর পাক অধিকৃত কাশ্মীরের কথা বলছে!’ ফারুকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই লালচকে জাতীয় পতাকা তুলতে গিয়েছিলেন শিবসেনা কর্মীরা। তবে তার আগেই তাঁদের আটক করা হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement