বাড়ানো হল উচ্চতা, বিশ্বের সর্ববৃহৎ হতে চলেছে ২১২ মিটারের শিবাজী-মূর্তি

মুম্বই: মুম্বই উপকূলে নির্মাণ হতে চলা রাজা শিবাজীর মূর্তির উচ্চতা বৃদ্ধি করে ২১২ মিটার করা হল। যার ফলে, নির্মাণ সম্পূর্ণ হলে এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ মূর্তি। এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ।
মঙ্গলবার ফঢ়ণবীশ বলেন, চিনের স্প্রিং টেম্পলে বৌদ্ধর মূর্তি ছিল ২০৮ মিটার উঁচু। শিবাজীর মূর্তি হওয়ার কথা ছিল ২১০ মিটার। কিন্তু, চিনা প্রশাসন বৌদ্ধমূর্তির পাদদেশে বিশেষ নির্মাণ করে তার উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেয়। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, শিবাজীর মূর্তির উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়া হবে। এর জন্য নতুন নকশা তৈরি করা হয়েছে।
ফঢ়ণবীশ জানান, ইতিমধ্যেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আরব সাগরের নির্মাণস্থলে প্রাথমিক কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে ২,৫০০ কোটি টাকা মূল্যের নির্মাণের বরাত লার্সেন অ্যান্ড ট্যুব্রোকে দেওয়া হয়েছে। গোটা প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক ৩,৬০০ কোটি টাকা।






















