এক্সপ্লোর
সিকিমে মেয়ের বন্ধুকে যৌন নিগ্রহ, গ্রেফতার অভিযুক্ত

গ্যাংটক: মেয়ের নাবালিকা বন্ধুকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে ৪৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সিকিমের নয়াবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মেয়েটিকে বলে, সে যখন একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে তাদের বাড়ি এসে স্নান করছিল, তখন তার কয়েকটা নগ্ন ছবি তুলে নিয়েছে সে। যদি তার কথায় সে রাজি না হয়, তবে সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে সে মেয়েটিকে যৌন নিগ্রহ করে। কিন্তু একদিন আর সহ্য করতে না পেরে মেয়েটি বাড়িতে সব কিছু বলে দেয়। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশু নিগ্রহ আইন বা পকসো আইনে মামলা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















