এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রীয় কমিটিতে বাংলার ৪, দ্বিতীয়বার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
হায়দরাবাদ: সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি। খুব বড় রদবদল ঘটল না কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোতেও। কেন্দ্রীয় কমিটিতে এলেন বাংলার চারজন। তাঁরা হলেন রবীন দেব, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র ও আভাস রায়চৌধুরী। এঁদের মধ্যে নতুন মুখ আভাস। অন্যদিকে, পলিটব্যুরোয় এলেন দু’জন। তাঁরা হলেন নীলোৎপল বসু ও তপন সেন।
দ্বিতীয়বার সিপিএম সাধারণ সম্পাদক হওয়ার পর সীতারামের সামনে বড় চ্যালেঞ্জ আগামী বছরের লোকসভা নির্বাচন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে হারের পর কেরল ছাড়া দেশের আর কোনও রাজ্যে ক্ষমতায় নেই সিপিএম। জাতীয় স্তরেও ক্রমশঃ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বামেরা। সাংসদ সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে দলের গুরুত্ব বাড়ানোই সীতারামের প্রধান লক্ষ্য হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কংগ্রেসের সঙ্গে ২০১৬ সালের মতো নির্বাচনী সমঝোতা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন বৃন্দা কারাট। এতে সিপিএমের আদৌ কোনও লাভ হবে কি না, সে বিষয়ে অনেকেই সন্দিহান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement