এক্সপ্লোর
Advertisement
অখিলেশ না মুলায়ম? উত্তরপ্রদেশে সাইকেলে চড়বেন কে? আজ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের, দু’পক্ষই তৈরি প্ল্যান বি নিয়ে
নয়াদিল্লি: সাইকেলে শেষপর্যন্ত কে চড়বেন? অখিলেশ যাদব না মুলায়ম সিংহ যাদব, আজই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে বাবা-ছেলের এই লড়াইয়ে দুপক্ষই তৈরি রেখেছে প্ল্যান বিও।
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে একইসঙ্গে সাইকেল প্রতীকে মুলায়ম এবং অখিলেশ ক্যাম্পের প্রার্থীরা একসঙ্গে কখনওই লড়তে পারে না। তাই এবিষয় যুযুধান দুই পক্ষের মনোনয়ন দাখিলের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
সম্প্রতি সপার ওপর কার নেতৃত্ব কায়েম হবে, সেই নিয়ে যাদব পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে যায়। আর এরপরই শুরু হয় সাইকেল নিয়েও টানাটানি।
সূত্রের খবর আপাতত প্ল্যান বি তৈরি রেখেছে দুপক্ষই। শোনা যাচ্ছে মুলায়ম সিংহ যাদব চাইছেন তাঁর ক্যাম্পের লোকজনদের নিয়ে লোকদলে ঢুকে যেতে। এবং সেক্ষেত্রে লোকদলের প্রতীক চিহ্নই ব্যবহারের পরিকল্পনা রয়েছে মুলায়মের। এদিকে অখিলেশের পরিকল্পনা তাঁর নিজস্ব দল অখিল ভারতীয় সমাজবাদী পার্টি তৈরি করে মোটরসাইকেলকে তার প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করে নতুন দৌড় শুরু করা। জানা গেছে বৃহস্পতিবার এই নিয়ে নিজের ক্যাম্পের লোকজনদের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি, এবং জানিয়েছেন খুব শীঘ্রই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন।
এদিকে বৃহস্পতিবারই লোকদলের সভাপতি সুনীল সিংহের সঙ্গে সম্ভাব্য গাঁটবন্ধন নিয়ে বৈঠক করেন মুলায়ম সিংহ যাদব, শিবপাল যাদব এবং অমর সিংহ। তবে বৈঠকের বিষয় বিস্তারিত জানায়নি কোনও পক্ষই।
আজ নির্বাচন কমিশনের প্রধান নাসিম জাইদি দুপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে চূড়ান্ত সিন্ধান্ত নেবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement