এক্সপ্লোর
Advertisement
১ এপ্রিল থেকে দেশের ৭ বড় বিমানবন্দরে যাত্রীদের হাতব্যাগে ছাপ, ট্যাগ নয়
নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে দিল্লি ও মুম্বই সহ দেশের সাতটি বড় বিমানবন্দরে যাত্রীদের হাতব্যাগে ছাপ মারা, ট্যাগ লাগানোর নিয়ম উঠে যাচ্ছে। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিন, আমদাবাদ বিমানবন্দরেও যাত্রীদের হাতব্যাগে ট্যাগ লাগানো, সিল মারার দরকার হবে না। নতুন সিকিউরিটি সিস্টেম চালু হচ্ছে বলে জানিয়েছেন সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল ও পি সিংহ।
তিনি বলেছেন, নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হচ্ছে, যার মাধ্যমে এই নতুন যাত্রী-বান্ধব নিয়ম বাস্তবায়িত হবে। সিআইএসএফ প্রধানের দাবি, নতুন পদক্ষেপে যাত্রীদের ভাল অভিজ্ঞতা হবে, তাঁরা বাধা-বিঘ্নহীন নিরাপত্তার পরিবেশ অনুভব করতে পারবেন।
ব্যুরো অব এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) আগেই যাত্রীদের হ্যান্ড ব্যাগেজে সিল মারা, ট্যাগ লাগানো বন্ধ করে নতুন সিকিউরিটি সিস্টেম চালু করা হচ্ছে বলে জানিয়েছিল। কিন্তু সিআইএসএফের বক্তব্য ছিল, নতুন সিস্টেম কার্যকর করার আগে বিমানবন্দরের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস না করে যথাযথ সুরক্ষা পরিকাঠামোর বন্দোবস্ত করতে হবে।
ও পি সিংহ আজ জানান, তাঁর বাহিনীর লোকজনকে নতুন নিয়মবিধি সম্পর্কে ভালভাবে অবহিত করা হয়েছে। তাছাড়া, গতকাল তিনি নিজে বেঙ্গালুরু বিমানবন্দরে গিয়ে এই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement