এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
দেবদেবী ও অমিত শাহ সম্পর্কে অভব্য মন্তব্যের অভিযোগে গ্রেফতার স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার
হিন্দু দেবতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে অভব্য মন্তব্যের অভিযোগে মুনাওয়ার ফারুকি সহ পাঁচ স্ট্যান্ডআপ কমেডিয়ানকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। তাঁদের শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ইন্দোরের ৫৬ দুকান এরিয়ায় একটি ক্যাফেতে এক শো চলাকালে তাঁরা এই অভব্য মন্তব্য করেন বলে অভিযোগ।
![দেবদেবী ও অমিত শাহ সম্পর্কে অভব্য মন্তব্যের অভিযোগে গ্রেফতার স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার Standup Comedian Munawar Faruqui, 4 Others Arrested For Alleged Derogatory Remarks Against Hindu Deities, Amit Shah দেবদেবী ও অমিত শাহ সম্পর্কে অভব্য মন্তব্যের অভিযোগে গ্রেফতার স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/03140100/munawar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইন্দোর: হিন্দু দেবতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে অভব্য মন্তব্যের অভিযোগে মুনাওয়ার ফারুকি সহ পাঁচ স্ট্যান্ডআপ কমেডিয়ানকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। তাঁদের শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ইন্দোরের ৫৬ দুকান এরিয়ায় একটি ক্যাফেতে এক শো চলাকালে তাঁরা এই অভব্য মন্তব্য করেন বলে অভিযোগ। যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন-মুনাওয়ার ফারুকি, এডভিন অ্যান্টনি, প্রকাশ ভ্যাস, প্রিয়ম ভ্যাস ও নলিন যাদব।
জানা গেছে, স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ সিংহ গৌড়ের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠন নামে হিন্দুত্ব সংগঠনের প্রধান একলব্য গৌড় ও এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।এরই ভিত্তি এফআইআর দায়ের হয় এবং ওই স্ট্যান্ডআপ কমেডিয়ানদের গ্রেফতার করা হয়েছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, গৌড় তাঁর অভিযোগে বলেছেন, তিনি ও সঙ্গীরা অনুষ্ঠানে গিয়েছিলেন দর্শক হিসেবে। সেখানেই ওই কমেডিয়ানরা অভব্য মন্তব্য করেন।
তুকোগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কমলেশ শর্মা বলেছেন, শুক্রবার রাতে এ ব্যাপারে গুজরাতের জুনাগড়ের বাসিন্দা স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও ইন্দোরের চার জনের বিরুদ্ধে একলব্য সিংহ গৌড়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযোগকারী ওই কমেডি শো-র বিতর্কিত ভিডিও ফুটেজেও জমা দিয়েছেন।
ওই কমেডিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অমদার্যাদা করে কোনও শ্রেণীর ধর্মীয় ভাবাবেগ আহত করতে উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক কাজ)ধারায় মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে ২৬৯ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌড় জানিয়েছেন, টিকিট কেনে তিনি ও তাঁর সঙ্গীরা ওই কমেডি শো-তে গিয়েছিলেন। ফারুকি প্রধান কমেডিয়ান ছিলেন। অভব্য মন্তব্যের মাধ্যমে শো-তে হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করা হয় বলে গৌড়ের অভিযোগ। তিনি আরও দাবি করেছেন, গোধরার ঘটনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামও ওই শো-তে আপত্তিকরভাবে উল্লেখ করা হয়।
গৌড় বলেছেন, এ ধরনের মন্তব্য চলতে থাকায় তাঁরা ভিডিওতে রেকর্ড করেন এবং দর্শকদের ক্যাফে থেকে বের করে এনে শো বন্ধ করে দেন। এরপর কমেডিয়ান ও আয়োজকদের ধরে তুকোগঞ্জ থানায় তাঁরা নিয়ে যান।
গৌড়ের আরও অভিযোগ, কমেডি শো-তে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিও উপেক্ষা করা হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই শো-র আয়োজন করা হয়েছিল।
তিনি বলেছেন, প্রায় ১০০ দর্শক ক্যাফের ছোট একটি হলে বলে শো দেখছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)