এক্সপ্লোর
স্যান্ড আর্টে এবার ‘ক্যাশলেস ইন্ডিয়া’র প্রচারে সুদর্শন পট্টনায়ক

মুম্বই: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্যান্ড আর্ট শিল্পী সুদর্শন পট্টনায়ক এবার তাঁর শিল্পকর্মের ছোয়ায় ‘ক্যাশলেস ইন্ডিয়া’র প্রচার করলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর এখন ক্যাশলেস অর্থনীতির হয়ে সওয়াল করছে কেন্দ্রীয় সরকার। এবার ওই একই সুরে গলা মেলালেন বিখ্যাত এই স্যান্ড আর্ট শিল্পী।
প্রথমে দেশকে দুর্নীতিমুক্ত করতে ও কালো টাকার কারবারিদের হাত থেকে রক্ষা করতে ৫০০ ও হাজারের নোট বাতিল করে কেন্দ্র। এরপর ভারতে লেনদেন আরও সহজ, সরলভাবে করতে ক্যাশলেস অর্থনীতির হয়ে সওয়াল করেন মোদী। সুদর্শন পট্টানায়কের পুরী সমুদ্র সৈকতে সাম্প্রতিক স্যান্ড আর্টে ফুটে উঠেছে সেই ভাবনাই। তিনি তাঁর শিল্পকর্মের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছে হাতে হাত রেখে দেশকে ক্যাশলেস অর্থনীতিতে পরিণত করার বিষয়। পট্টনায়ক স্যান্ড আর্টের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিতও হয়েছেনMy sand art with message 'Join hands for a #CashlessIndia ' at #Puribeach of #Odisha. pic.twitter.com/gDsIE9gjBd
— Sudarsan Pattnaik (@sudarsansand) December 14, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















