এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে সানস্ট্রোকে মৃত ২, তাপপ্রবাহ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, গুজরাত, হরিয়ানায়
নয়াদিল্লি: মার্চের শেষেই পারদ চড়ছে। এ বছরের প্রবল গরম পড়ার ইঙ্গিত শুরুতেই। আজ মহারাষ্ট্রে সানস্ট্রোকে দু জনের মৃত্যু হল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, ওডিশা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। ফলে গ্রীষ্মের শুরুতেই সমস্যায় মানুষ।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী দীপক সাবন্ত বলেছেন, হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দু জনের মৃত্যু হয়েছে। তাঁদের বয়স ষাটের বেশি। একজন ঔরঙ্গাবাদের বাসিন্দা এবং অপর ব্যক্তি সোলাপুরের বাসিন্দা। এই দুটি জেলাতেই গ্রীষ্মে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। অত্যধিক গরমে সানস্ট্রোকে এই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ ভারতের উষ্ণতম স্থান ছিল মহারাষ্ট্রের আকোলা। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ওডিশার তিতলাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রের ওয়ার্ধা এবং উত্তরপ্রদেশের বান্দায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজস্থানের বিভিন্ন জেলায় টানা দ্বিতীয় দিন তাপপ্রবাহ চলছে। বেশিরভাগ জেলাতেই আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশ, গুজরাতের বেশিরভাগ জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement