এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, ভারত যে কোনও সময় লাহোর ঢুকতে পারে, তাই সাবধান, বললেন শীর্ষ আরএসএস নেতা
নাগপুর: সার্জিক্যাল স্ট্রাইকের বলে সম্প্রতি প্রকাশিত ভিডিও ঘিরে শাসক, বিরোধী শিবিরের চাপানউতোরের মধ্যেই আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের দাবি, ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল হামলা পাকিস্তানকে এই বার্তাই দিয়েছে যে, ভারত যে কোনও সময় লাহোরে ঢুকে পড়তে পারে। অতএব সাবধান।
দেশের বর্তমান পরিস্থিতির ওপর বক্তৃতায় তিনি এও বলেন, নিরাপত্তাবাহিনী জম্মু ও কাশ্মীরে জোট সরকার ক্ষমতায় থাকাকালে প্রায় ২৫০-৩০০ সন্ত্রাসবাদীকে খতম করেছে। আমরা কাশ্মীরে সরকার গড়ে তিন-চারটে গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি। কাজ যে-ই শেষ হয়েছে, সরকার ছেড়েছি, আত্মত্যাগ করেছি।
জোট সরকারে থাকায় আমাদের অভিযান চালাতে হয়েছে। সেনা, পুলিশ, জাতীয় তদন্ত সংস্থা, ইনটেলিজেন্স ব্যুরোকে সন্ত্রাসবাদে অর্থ সরবরাহের নেটওয়ার্ক ধ্বংসে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে জম্মু ও কাশ্মীর সরকারের সমর্থন ছাড়া সার্জিকাল হামলা চালানো সম্ভব ছিল না বলে জানান সঙ্ঘের এই প্রথম সারির নেতা। তবে তিনি পিডিপি-র উল্লেখ করেননি।
ইন্দ্রেশ কুমার জানান, তিনি এক অখন্ড ভারত-এর স্বপ্ন দেখেন, শ্রোতাদের আহ্বান জানান, একটা বাড়ি বানান নাগপুরে, আরেকটা লাহোর বা রাওয়ালপিন্ডিতে। বলেন, যেন অখন্ড ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা।
আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ার, দলিত নেতা বি আর অম্বেডকর, দুজনের আদর্শের ভিতের ওপরই ভবিষ্যতের ভারত গড়ে উঠবে, কোনও বৈষম্য থাকবে না বলেও জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement