(Source: ECI/ABP News/ABP Majha)
শীঘ্রই রেলের টিকিটে থাকবে পৃথক ‘তৃতীয় লিঙ্গ’ অপশন
নয়াদিল্লি: পুরুষ বা মহিলা নয়, ট্রেন যাত্রার জন্য নিজেদের এবার থেকে ট্রান্সজেন্ডার হিসেবেই চিহ্নিত করবে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষ।
ট্রেনের টিকিট কাটা ও ক্যান্সেল করার ফর্মে বদল আনতে চলেছে রেলমন্ত্রক। সেই ফর্মেই যোগ হবে ইংরেজি অক্ষর ‘T’ অপশন। এতদিন শুধুমাত্র ইংরেজি অক্ষর ‘M’ (অর্থাৎ পুরুষ) এবং ‘F’ (অর্থাৎ মহিলা) অপশন ছিল।
সম্প্রতি রেলের প্রতিটি জোনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলবোর্ড। ১৭ অক্টোবর লেখা ওই চিঠিতে বলা হয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষের নানা সমস্যা নিয়ে কাজ করছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক। তারাই রেলকে এই প্রস্তাব দেয়। যে প্রস্তাবে সায় দিয়েছে রেল।
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই নিজেদের অধিকারের লড়াই চালাচ্ছে বিভিন্ন তৃতীয় লিঙ্গের সংগঠন। এই প্রেক্ষিতে, বর্তমানে ট্রান্সজেন্ডার অধিকার রক্ষা বিল সংসদেক স্থায়ী কমিটির কাছে রয়েছে। তারা তা খতিয়ে দেখছে।
২০১৪ সালের মার্চ মাসে তৃতীয় লিঙ্গের মর্যাদা পেয়েছে ট্রান্সজেন্ডাররা। সুপ্রিম কোর্টের এই রায়ের আগে বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গের জায়গায় তাঁদের পুরুষ/ স্ত্রী-র মধ্যে ফেলা হত।
সুপ্রিম কোর্ট তাঁদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়ার পর পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাঙ্ক ফর্ম অবং ভোটার কার্ডে পুরুষ এবং স্ত্রী কলামের সঙ্গে হয় 'টিজি' (ট্রান্সজেন্ডার), 'ভিন্ন' লিঙ্গ অথবা 'টি' লেখাটি যুক্ত হয়।
২০১৬ সালে, রেলও চালু করে তৃতীয় লিঙ্গের অপশন। কিন্তু সেখানে লেখা হত ‘T(M/F)’। এতে আন্দোলনকারীদের অভিযোগ ছিল, পরোক্ষভাবে, তাঁদেক বাধ্য করা হচ্ছে পুরুষ বা মহিলা লিঙ্গের মধ্যে বেছে নিতে।
এবার, সেই নির্দেশিকায় বদল এনে শুধুমাত্র ‘T’ অপশন রাখতে চলেছে রেল।